দক্ষিণবঙ্গ

বহরমপুর শহরে দেড় থেকে দ্বিগুণ দামে বিকচ্ছে মদ, ক্ষুব্ধ সুরাপ্রেমীরা

সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর মহকুমায় মদের দোকান বন্ধ করেও প্রশাসন ও আবগারি দপ্তর সুরাপ্রেমীদের বাগে আনতে পারেনি। বরং প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে চলছে ব্যাপক মদের কালোবাজারি। নির্দেশিকা অমান্য করে বাইরে থেকে বহরমপুরে ঢুকছে মদ। তারপর তা দেড় থেকে দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে। এমনকী নেশার টানে বহুজন মদ কিনতে পার্শ্ববর্তী মহকুমায় কান্দি, লালবাগ কিংবা পলাশী ছুটছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিসের অবশ্য দাবি, কালোবাজারি রোখার জন্য পুলিস ও আবগারি দপ্তর সচেষ্ট রয়েছে। ধরপাকড় চলছে। জেলা পুলিস ও আবগারি দপ্তরের দাবি, মদে কোনও কালোবাজারি হচ্ছে না। সমস্ত দোকান বন্ধ রয়েছে। পুলিস ও আবগারি দপ্তর যৌথভাবে যথারীতি নজরদারি চালাচ্ছে। 
১৭ নভেম্বর থেকে মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। নেট পেতে যুবসমাজ জেলার সীমান্ত এলাকায় ছুটছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সীমান্তে নেটিজেনদের মেলা বসছে। ১৮ নভেম্বর সন্ধ্যা থেকে প্রশাসন নির্দেশিকা জারি করে বহরমপুর মহকুমার সমস্ত মদের দোকান বন্ধ করে দিয়েছে। ওইদিন থেকেই কার্যত সুরাপ্রেমীরা বেকায়দায় পড়েছেন। আর সেই সুযোগে মদের কালোবাজারি করে মুঠোমুঠো টাকা লুটছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
সন্ধ্যা নামলেই শুরু হয়ে যাচ্ছে গোপনে মদ বিক্রির রমরমা। ফিক্সড দামের দোকানের মতো মদের দাম বাঁধা রয়েছে। কোথাও দেড়গুণ, কোথাও দাম উঠছে দু’গুণ। ঠিকানা সংগ্রহ করে সেখানেই হাজির হচ্ছেন মাদকাসক্তরা। আবার দামের হিসেব করে মদ্যপায়ীদের একাংশ ছুটছে কান্দি, লালবাগ মহকুমার দিকে। বেলডাঙা, রেজিনগরের মানুষ ছুটছেন পলাশীর প্রান্তরে। ভরতপুর ব্লক থেকে শক্তিপুরে দেদার মদ ঢুকছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহরমপুরে দেদার মদ ঢুকলেও পুলিস এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। বজ্র আঁটুনি ফস্কা গেরোর প্রশ্ন তুলছেন অনেকে।
প্রশাসন সূত্রে খবর, বহরমপুরে মদের দোকান বন্ধ করার নির্দেশিকার সঙ্গেই বলা হয়েছে বাইরে থেকে বহরমপুর মহকুমা এলাকায় মদ ঢোকানো বেআইনি। অথচ রমরমিয়ে চলছে কালোবাজারি। বুধবার কান্দি থানার গোকর্ণ থেকে বেশ কয়েক বোতল মদ কিনে এনেছে বহরমপুরের এক বাসিন্দা। ওই বাসিন্দা বলেন, বিক্রির জন্য নয়, কবে খোলাবাজারে মদ পাব কি না জানি না। তাই আপাতত দু’তিন দিনের জন্য কিনে এনেছি। রাস্তায় কেউ ধরেনি বা জিজ্ঞাসাও করেনি। বিনা রসিদে এভাবেই দেদার মদ ঢুকছে বহরমপুরে। 
প্রশাসন সূত্রে খবর, বহরমপুরে ভৈরবের বিসর্জন আগামী রবিবার। আপাতত ২৪ নভেম্বর পর্যন্ত মদের দোকান বন্ধ থাকছে। তবে সময়সীমা বাড়তেও পারে।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা