দক্ষিণবঙ্গ

ভয়াবহ চুরি আড়ংঘাটায়, প্রশ্নের মুখে পুলিস-প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আড়ংঘাটায় ফের চুরি। গভীর রাতে গৃহস্থ বাড়ির নগদ টাকা, দামি বাসনপত্র, মোবাইল সহ একাধিক জিনিস নিয়ে চম্পট দিল চোর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধানতলা থানা এলাকার আড়ংঘাটা স্টেশন পাড়ায়। চুরির লিখিত অভিযোগ দায়ের হয়েছে ধানতলা থানায়। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিস। আড়ংঘাটায় একের পর এক চুরির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পুলিসের ভূমিকা নিয়ে।
বছরখানেক আগে আড়ংঘাটা স্টেশনের ডাউন প্লাটফর্ম সংলগ্ন স্টেশনপাড়ায় বাড়ি তৈরি করা শুরু করেন বাবলু সাহা ওরফে লোটন। কাজ পুরোপুরি শেষ না হলেও কয়েক মাস আগে সস্ত্রীক বসবাস শুরু করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও সাড়ে এগারোটা নাগাদ ওই দম্পতি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। এরপর সারারাত কার্যত ‹অঘোরে› ঘুমিয়েছেন ওই দম্পতি। সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান, আলমারি থেকে উধাও নগদ ৩০ হাজার টাকা। এছাড়াও বাড়িতে কিছু দামি কাঁসার বাসনও উধাও। গৃহকর্তার পাশ থেকে মোবাইলটি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। গোটা ঘরজুড়ে চোর তোলপাড় করলেও কোনও শব্দই পাননি ওই দম্পতি। এক্কেবারে সকালে ঘুম ভাঙার পর গোটা বিষয়টি নজরে আসে তাঁদের। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন আড়ংঘাটা ফাঁড়িতে। পুলিস ঘটনাস্থলে এসে দম্পতির সঙ্গে কথা বলে। দায়ের হয় অভিযোগ। জানা গিয়েছে, সদ্য নির্মীত বাড়িতে মূল দরজার উপরে কিছুটা অংশ এখনও গাঁথা হয়নি। সম্ভবত সেই ফাঁক দিয়েই ভিতরে ঢুকেছিল এক বা একাধিক চোর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ধানতলা থানা। যদিও এই চুরির পর পুলিসের ভূমিকা প্রশ্নের মুখে। কারণ সম্প্রতি আড়ংঘাটারই যুগলকিশোর পঞ্চায়েতের মাঠপাড়ায় একই পাড়ার পরপর পাঁচটি বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে লোকজন থাকাকালীনই লুটপাট চালিয়েছে এক বা একাধিক চোর। কোনও ঘটনাতেই, কেউ টু শব্দটি পাননি। সেই চুরির কিনারাই এখনও পর্যন্ত করে উঠতে পারেননি তদন্তকারীরা। তারই মাঝে ফের চুরির ঘটনায় আতঙ্কে গোটা আড়ংঘাটার মানুষ। আর পুলিস? স্থানীয়দের মতে, ন্যূনতম নিরাপত্তা দেওয়ার মতো কাজ পুলিসের তরফে হচ্ছে বলে নজরে আসে না। রাতে এলাকায় এলাকায় টহলও নেহাতই গা ছাড়া ভাবে দেওয়া হয়।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা