দক্ষিণবঙ্গ

সামশেরগঞ্জে তৈরি হবে আন্ডারপাস ও ফ্লাইওভার

সংবাদদাতা, জঙ্গিপুর: যানজট কমাতে সামশেরগঞ্জের নতুন ডাক বাংলা মোড়ে ফ্লাইওভার ও রেলগেট সংলগ্ন রেললাইনের নীচ দিয়ে একটি আন্ডারপাস তৈরির উদ্যোগ নিল প্রশাসন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ভারতীয় পূর্ব রেলের মালদহ শাখার উদ্যোগে হবে এই ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ। বৃহস্পতিবার সকালে দু’টি এলাকা পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এছাড়াও পরিদর্শনে ছিলেন জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমান, সামশেরগঞ্জ, ফরাক্কা ও সাগরদিঘির বিধায়ক আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম ও বাইরন বিশ্বাস।
প্রতিনিধি দলটি এলাকা ঘুরে দেখেন। নতুন ডাক বাংলা জামিয়া রোড হয়ে পাকুড় গামী এই রাস্তায় নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ঘনঘন রেলগেট পড়ায় সেখানে যানজটের সৃষ্টি হয়। বহু পণ্যবাহী ট্রাক, লরি থেকে টোটো, অটো আটকে পড়ে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। প্রতিদিন যানবাহনের লম্বা লাইন পড়ে। যানজটের ফলে অসুস্থ রোগীর অ্যাম্বুল্যান্স, ছাত্রছাত্রীরা যথা সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। এবার সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। ডাক বাংলা ফ্লাইওভারের কিছুটা দূরেই একটি আন্ডারপাসও গড়ে উঠবে। তাতে এলাকাবাসী বিশেষ ভাবে উপকৃত হবে। সাধারণ মানুষ সহ টোটো, অটো ও ছোটোখাটো যানবাহনগুলো আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে পারবে।
খলিলুর রহমান বলেন, ডাক বাংলায় ফ্লাইওভার ও অনতিদূরে আরও একটি আন্ডারপাস হবে। আজকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রেলের আধিকারিকরা এসেছিলেন। আমরা পুরো এলাকাটি পরিদর্শন করেছি। সবকিছু ঠিকঠাক চলছে। খুব শীঘ্র দু’টি কাজই শুরু হবে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা