দক্ষিণবঙ্গ

মহিলাদের প্রচুর টাকা হাতিয়ে ধৃত মক্ষিরানি

সংবাদদাতা, বিষ্ণুপুর: ঋণের নামে প্রতারণা চক্র চালানো এক মহিলাকে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থেকে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিস। ধৃতের নাম পৃথা সমাদ্দার। তার বাড়ি গোবরডাঙাতেই। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে বিষ্ণুপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার মহিলাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ঘটনায় ইতিমধ্যে টাকা আদায়কারী দু’জনকে হাতেনাতে ধরে পুলিসের হাতে দিয়েছিলেন বিষ্ণুপুরের মহিলারা। ধৃতদের জেরা করেই গোবরডাঙা থেকে পৃথাকে গ্রেপ্তার করা হয়েছে।  
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা দুই মহিলা বিষ্ণুপুরের চৌকান এলাকায় একটি বেসরকারি লজে ঘাঁটি গেড়েছিলেন। সেখান থেকে বিষ্ণুপুর শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে গিয়ে স্থানীয় মহিলাদের স্বল্প সুদে ৬০ হাজার টাকা করে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বলা হয়, সহজেই ঋণ পাওয়া যাবে। দেড় মাস পর কিস্তি চালু হবে। প্রতি মাসে ২২০০ টাকা করে মোট ৬৬ হাজার টাকা শোধ করতে হবে। তবে ঋণ পেতে হলে বিমার জন্য আগাম ৩১০০ টাকা দিতে হবে। কোনও ঝক্কি ছাড়াই ঋণ পাওয়ার আশায় অসংখ্য মহিলা প্রতারকদের হাতে বিমার টাকা, ভোটার কার্ড, আধারকার্ড ও ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স কপি তুলে দেন। অভিযুক্তরা বিষ্ণুপুর শহর ছাড়াও শ্যামসুন্দরপুর, দ্বারিকা প্রভৃতি এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করে। তারা মূলত শহরের বস্তি এলাকা এবং গ্রামে দরিদ্র পাড়াগুলিকে টার্গেট করে। নানা কারণে বিষ্ণুপুর শহর লাগোয়া শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা গাবডোবা এলাকায় ওই দুই মহিলাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পরে অভিযুক্তদের থানায় ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিস তাদের গ্রেপ্তার করে। এরপর তদন্তে নেমে পুলিস জানতে পারে যে, গোটা ঘটনার পিছনে একটি প্রতারণা চক্র রয়েছে। তদন্তে নেমে বৃহস্পতিবার ওই চক্রের মক্ষিরানি পৃথাকে পুলিস গ্রেপ্তার করে।  
প্রতারিতরা বলেন, আমাদের বলা হয়েছিল ওদের বিষ্ণুপুরে অফিস রয়েছে। সেজন্য সরল বিশ্বাসে ওদের হাতে টাকা তুলে দিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারি ওরা বহিরাগত। বিষ্ণুপুরে ওদের কোনও অফিস নেই। ঋণ দেওয়ার কোনও বৈধ কাগজপত্রও নেই। তাই টাকা মার যাওয়ার আশঙ্কায় দুই আদায়কারী মহিলাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছিল। ওই চক্রের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে শুনে খুশি হয়েছি।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা