দক্ষিণবঙ্গ

বন্যায় ক্ষতিগ্রস্ত নদী সেচ প্রকল্প, আলুর সেচ নিয়ে চিন্তিত চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অতি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আরামবাগে। দ্বারকেশ্বর, মুণ্ডেশ্বরী, দামোদর প্রভৃতি নদীতে রয়েছে রিভার লিফক্টিং পাম্প(আরএলআই)। এবার বন্যার ধাক্কায় বহু আরএলআই ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জলের তোড়ে ভেসে যায় একাধিক পাম্প, পাইপ লাইন ঘর সহ প্রকল্পের নানা সামগ্রী। ফলে চলতি মরশুমে আলু চাষে সেচ দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় চিন্তা রয়েছে চাষিদের। এই পরিস্থিতিতে প্রশাসন আরামবাগ মহকুমায় তৎপরতার সঙ্গে নদী সেচ প্রকল্পের মেরামতি শুরু করছে। জল সম্পদ উন্নয়ন দপ্তরের তরফে নতুন প্রকল্প গড়ার প্রস্তাব পাঠানো হল। আরামবাগ মহকুমায় ব্যাপক আলু চাষের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হচ্ছে।
মুণ্ডেশ্বরী নদীর জলের তোড়ে খানাকুল-১ ব্লকের কেদারপুরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একটি আরএলআই। সেখান দু’টি পাম্প সেট ছিল। ওই প্রকল্পের পাম্প সেট, পাইপ লাইন ও পাম্প ঘরের অস্তিত্ব নেই। চলতি মরশুমে সেখানে আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। জমিতে সেচ দেওয়া নিয়ে চাষিরা ভীষণ চিন্তায় পড়েছেন। যদিও দপ্তরের তরফে চাষিদের সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পুরশুড়ার বড় দিগরুই ৩ নম্বর নদী সেচ প্রকল্পটিও বন্যার জলের তোড়ে নষ্ট হয়ে গিয়েছে। সেখানেও চাষিরা উদ্বিগ্ন। খানাকুল-২ ব্লকেও মোস্তাফাপুরের সেচ প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
কেদারপুরের চাষি পীযূষ মণ্ডল বলেন, নদী থেকে জল তুলে আমরা সেচ দিতাম। কিন্তু, বন্যায় নদী সেচ প্রকল্প নষ্ট হয়ে গিয়েছে। দ্রুত যাতে সেচের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা দাবি জানিয়ে আসছি। দপ্তর সেচের ব্যাপারে আশ্বস্ত করেছে। এখানে স্থায়ী আরএলআই বসাতে হবে। 
নদী সেচ প্রকল্পের চাঁপাডাঙা এগ্রি মেকানিক্যাল সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গৌতম চক্রবর্তী বলেন, কেদারপুর, বড় দিগরুই এলাকায় আমাদের সেচ প্রকল্প কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে আলু চাষের জন্য সেচ প্রয়োজন। চাষিদের স্বার্থে সেখানে অস্থায়ী সেচ প্রকল্প খুব শীঘ্রই গড়ে তোলা হবে। এজন্য জোর প্রস্তুতি চলছে। এছাড়া বাকি ক্ষতিগ্রস্ত সেচ প্রকল্পের মেরামতির কাজও শুরু করা হবে। 
ওই দপ্তরেরই আরামবাগ সাব ডিভিশনের অধীনে রয়েছে গোঘাট-১, ২ ও আরামবাগ ব্লকের ৫৬টি নদী সেচ প্রকল্প। এখানে কার্যকরী ৫৬টি সেচ প্রকল্পের কমবেশি সবক’টিই বন্যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। বালি ঢুকে যায় পাম্পে। দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রীনাথ দাস বলেন, আলু চাষের জন্য সেগুলি জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। ইতিমধ্যে সিংহভাগ প্রকল্পের মেরামতি করা হয়েছে। সেচ নিয়ে তিনটি ব্লকে কোনও সমস্যা হবে না। 
জলসম্পদ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁপাডাঙা সাব ডিভিশনের অধীন পুরশুড়া ব্লকে ২১টি নদী সেচ প্রকল্প রয়েছে। খানাকুল-১ ব্লকে আছে ৩৮টি। রবি মরশুমে সংশ্লিষ্ট প্রকল্পগুলির মাধ্যমে ৭০ থেকে ৮০ একর আলু জমির সেচ হয়। তবে আরএলআই ছাড়াও বন্যার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ডিপ ডিপ টিউবওয়েল। তার মাধ্যমেও বহু জমিতে সেচ দেওয়া হয়। দ্রুত সেগুলির সংস্কারের দাবি জানিয়েছেন চাষিরা। 
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা