বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা

নব্বই বছরে   ব্যবসায়ী

বয়স যে নেহাতই একটা সংখ্যা তা প্রমাণ করে দিলেন গুজরাতের নব্বই বছরের পদ্মাবা। এই বয়সে নিজের নেশাকে পেশায় বদলে ফেলেছেন তিনি।  গুজরাতের আমেদাবাদ শহরের এই বৃদ্ধার পরিচয় এখন ‘ক্রুশ দিদিমা’ নামে। ওই নামেই তিনি পাড়ায় তো বটেই, গোটা দেশে নাম করে ফেলেছেন। আর শুধু দেশেই বা বলছি কেন? তাঁর হাতের কাজের রীতিমতো কদর হচ্ছে বিদেশেও। অস্ট্রেলিয়া, কোরিয়া, নেদারল্যান্ডস সহ আরও নানা দেশের বাসিন্দারা তাঁর করা ক্রুশের তৈরি জ্যাকেট থেকে ওয়াল হ্যাঙ্গিংয়ের খরিদ্দার। তাই নব্বই বছরে তিনি শুধু ব্যবসায়ীই হয়ে ওঠেননি, একেবারে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন’ ব্যবসায়ী হয়ে উঠেছেন। 
অল্প বয়সে ক্রুশের কাজে পটু ছিলেন পদ্মা। তখন নিছকই শখের ছিল এই কাজ। তা দিয়ে ঘর সাজানোর নানা উপকরণ তৈরি করতেন। তারপর বিয়ে এবং ঘরকন্নার মাঝে চাপা পড়ে গিয়েছিল তাঁর এই শখ। ছেলেমেয়ে মানুষ করা, শ্বশুরবাড়ির সকলের দায়িত্ব সামলানো, দু’বেলার রান্না— তা কি মুখের কথা? পদ্মাও এসব কাজেই মেতে থাকতেন। ফাঁকতালে অবশ্য নিজের এই হাতের কাজের শখকেও টিকিয়ে রেখেছিলেন মনে মনে। কখনও অবসরে বসে হয়তো বা ক্রুশের সুতো আর কাঁটা দিয়ে বুনে ফেলতেন ঘর সাজানোর টুকিটাকি। এইভাবেই চলছিল বেশ। নাতনিদের জন্মদিনে হাতে বোনা ফ্রক, কুর্তা, গায়ের ঢাকা ইত্যাদি উপহার দিতেন। লকডাউনে তাঁদেরই বুদ্ধিতে খুলে বসলেন অনলাইন ব্যবসা। ক্রুশের কাজের ওয়েবসাইট ‘পিবি হ্যান্ডমেড’। ব্যস, আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। দেশের পাশাপশি বিদেশেও তাঁর কাস্টমার বেস তৈরি হয়ে গিয়েছে। ক্রুশ দিদিমার হাতের কাজের ফ্যান এখন সকলেই।  
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা