আমরা মেয়েরা

পাঁচমারিতে সম্পূর্ণ মহিলাচালিত হোটেল

একটু অলস ছুটি কাটাতে চাইলে মধ্যপ্রদেশের পাঁচমারি হতেই পরে আপনার আদর্শ ঠিকানা। এখানে পাহাড়, প্রকৃতি, ভিউ পয়েন্ট সবই পাবেন। আবহাওয়া এখানে সারা বছরই ভালো থাকে। ফলে শীত বা গ্রীষ্ম, সব ছুটিতেই বেড়ানোর জন্য অনবদ্য পাঁচমারি। এখনকার শান্ত স্নিগ্ধ রূপে মোহিত হন ভ্রামণিকরা। ছোট্ট এই গ্রামের দ্বাররক্ষী হিসেবে সতপুরা পর্বতশ্রেণি তো রয়েইছে। ব্রিটিশ রাজের সময় এই পাহাড়ি গ্রামটি অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ ঠিকানা হয়ে ওঠে। সেই জনপ্রিয়তা আজও অটুট রয়েছে। এখানে মধ্যপ্রদেশ পর্যটন দপ্তরের হোটেলটি বহুদিনের। কিন্তু সম্প্রতি এক ভিন্ন পদক্ষেপ নিয়েছে পর্যটন দপ্তর। কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। বাড়িকে নিপূণভাবে পরিচালনা করতে মহিলাদের জুরি মেলা ভার। তাহলে হোটেলেই বা সেই নিয়মের অন্যথা হবে কেন? এই ভাবনা থেকেই পাঁচমারির পর্যটন দপ্তরের হোটেল অমলতাসকে সম্পূর্ণ মহিলা পরিচালিত করে তোলা হয়েছে। ম্যানেজার থেকে সাফাইকর্মী সকলেই মহিলা। শুধু তা-ই নয়, আঞ্চলিক মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এই কাজে নিয়োগ করা হয়েছে। মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বলেন, গ্রামের মহিলাদের শিখিয়ে পড়িয়ে নিয়ে তাঁদের উপযুক্ত কাজ দেওয়া হয়েছে। কেউ সিকিউরিটি গার্ড-এর চাকরি করছেন, কেউ বা হোটেলের ম্যানেজার পদে বসেছেন। এতে গ্রামের অর্থনীতিকে আরও দৃঢ় করা যাবে বলেই তাঁর বিশ্বাস। মহিলা ক্ষমতায়ন প্রসঙ্গে হোটেলের নিরাপত্তার দায়িত্বে থাকা মালা চৌধুরী বলেন, একেবারে ভিন্নধর্মী এই পদক্ষেপ নেওয়ায় তাঁরা সকলেই মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। হোটেলের ম্যানেজার জ্যোতি জয়সওয়াল বলেন, মহিলারা সব কাজ দায়িত্ব সহকারে পালন করতে সক্ষম। ফলে মহিলাদের সাহায্যে হোটেলটি চালাতে পেরে তিনি অত্যন্ত খুশি।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা