বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা

‘চেপে বসুন’ দিয়ে শুরু, গড়াল হাতাহাতিতে

বিতর্কিত ঘটনা যেন পিছু ছাড়ছে না দিল্লি মেট্রোর। দিন কয়েক আগে মেট্রোয় প্রকাশ্যে চুম্বনকাণ্ডে এই মেট্রোর নাম জড়িয়েছিল। নেটিজেনরা সেই বিতর্কে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। ফের অফিস টাইমে দিল্লি মেট্রো খবরের শিরোনামে। তবে এবার আর ভাব-ভালোবাসার বিষয় নয়। বরং রণংদেহি মূর্তিতে দেখা গেল দুই নিত্যযাত্রীকে। অফিস যাওয়ার সময় এমনিতেই গণপরিবহনে বেশ ভিড় থাকে। নিত্যযাত্রীদের মধ্যে টুকটাক ঝগড়া-ঝামেলাও তুচ্ছ ব্যাপার। কিন্তু এবার আর ঝগড়ায় আটকে রইলেন না দিল্লির দুই তরুণী। সমস্যার শুরু ‘চেপে বসুন’ বলা নিয়ে। যাঁরা নিত্যযাত্রী তাঁরা জানেন, ট্রেনে বা মেট্রোয় এই ‘অমোঘ বাণী’ আগুনে ঘি ঢালার মতোই জ্বালাময়ী। কপাল ভালো থাকলে চেপে বসবেন সহযাত্রী, নইলে পাল্টা উত্তরে আসবে গা জ্বালানো বিচিত্র বাক্য। এখানেও ঠিক তা-ই হল! 
মেট্রোর সিটে একফালি জায়গা থাকায় সেখানেই বসতে চান এক তরুণী। তাঁর মনে হয়, চারপাশের কয়েকজন একটু চেপে বসলেই মোটামুটি একটা বসার জায়গা হয়ে যাবে। তখনই তিনি বলনে, ‘একটু চেপে বসুন’! ব্যস, এটুকুই যথেষ্ট ছিল। সঙ্গে সঙ্গেই বসে থাকা এক সহযাত্রী বলেন, ‘আর কোথায় চাপব? জায়গা কই’? তাতে ভ্রূক্ষেপ না করে প্রথমজন বসার চেষ্টা করতেই রেগে যান সেই সহযাত্রী। ভিডিওয় শোনা যাচ্ছে, তিনি বেশ রেগে গিয়েই বলেন, ‘মেরি গোদ মেঁ ব্যাঠ্ যা!’ যার তরজমা করলে দাঁড়ায়, ‘আমার কোলের উপর বোস!’ নিত্যযাত্রীদের কাছে এই মন্তব্যও নতুন নয়। তবে এমন কিছু শুনলে তাঁরা হয়তো মৌখিক বাদানুবাদে জড়িয়ে পড়েন, নইলে বসার হাল ছেড়ে দেন। এক্ষেত্রে সেটা হল না। উল্টে বসতে চাওয়া যাত্রী আক্ষরিক অর্থেই দ্বিতীয়জনের কোলে বসে পড়লেন। তাতেই শুরু ধাক্কাধাক্কি ও মারামারি। বসে থাকা যাত্রীর দাবি, একজনের বসার মতো পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও ওই তরুণী বারবার বসার চেষ্টা করেন। অন্যদিকে উক্ত তরুণীর দাবি, একটু অ্যাডজাস্ট করলেই একজনের বসার মতো জায়গা ওখানে ছিল। একবার মাত্র চেপে বসতে বলতেই ওই মহিলা ঝাঁঝিয়ে ওঠেন। তাই সহযাত্রীকে সবক শেখাতেই তাঁর কোলে বসে পড়েন তিনি। এখানেও নেটিজেনরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন। তবে এত ছোট ঘটনা থেকে মারামারিতে পৌঁছে যাওয়া সমর্থন করছেন না অনেকেই। অনেকে আবার দু’পক্ষেরই রাগ হওয়ার যথেষ্ট যুক্তি খুঁজে পাচ্ছেন।  
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা