বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা

রং তুলির আঁচড়ে   নারীর নিজস্ব প্রকৃতি

অসমের মেয়ে নাতাশা দত্ত রায়। অসম তাঁর জন্মরাজ্য হলেও পরবর্তী পড়াশোনা কলকাতার বুকেই। ২০০২-এ চলে আসেন কলকাতায়। এই শহরের প্রতি তাঁর ভালো লাগার অন্ত নেই। জুয়েল পালের তত্ত্বাবধানে এবার এই শহরই সেজে উঠছে তাঁর রং-তুলি-ক্যানভাসে। তবে প্রথমবার নয়, এর আগে কলকাতাতেই হয়েছিল তাঁর প্রথম একক প্রদর্শনী। দ্বিতীয় প্রদর্শনী ‘ইকোস অব হার এসেন্স’-এর মূল বিষয় নারী ও তাঁর নরম প্রকৃতির দিকটি। নাতাশা নিজে একসময় পেশাগতভাবে ছিলেন আইনজীবী। লিগাল রিসার্চ নিয়েও কাজ করেছেন। দেশ-বিদেশ ঘুরেছেন সেই কাজ নিয়েই। কোভিডের পর পেশা বদলে পুরোপুরি মন দিলেন ছেলেবেলার প্রথম পছন্দের জগতে। রং-তুলির সঙ্গে শুরু হল নতুন করে সখ্য। শৈশবে আঁকা শিখেছেন শিলচরের শিল্পী শ্যামল সেনের কাছে। এখন তালিম নিচ্ছেন শিল্পী শ্যামল কয়ালের কাছে। কিন্তু নারীশক্তির বদলে প্রকৃতিগতভাবে নারীর নরম দিকটিই ধরলেন কেন? শিল্পীর মতে, ‘নিত্য কাজের মাঝে জীবনযাত্রার সংগ্রামে মেয়েদের টিকে থাকার যে লড়াই, তাতে এই নরম সত্তাটি কিছুটা নষ্ট হয়। আমার মতে, আমরা কোনও পুরুষালি শক্তির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য জন্মাইনি। বরং আমরা তাদের সমান্তরাল এক ভিন্ন শক্তি। তাই এই প্রদর্শনীতে মেয়েদের নরম সত্তাটিতে বিশেষ মনোনিবেশ করেছি।’ প্রদর্শনীটি শুরু হয়েছে গত ২৪ জানুয়ারি থেকে টালিগঞ্জ থানার কাছে কালীঘাট আর্ট হাইভ-এ। নিজের প্রিয় শিল্পীদের স্মরণেই প্রদর্শনীটি স্মরণীয় করে রাখতে চেয়েছেন নাতাশা। অমৃতা শেরগিল ও শানু লাহিড়ীর স্মরণে এই প্রদর্শনী উৎসর্গ করছেন তিনি। তাঁদের ভাবনা ও কাজকে সম্মান জানিয়ে নিজের শিল্পকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন নাতাশা। মনপাখি, ট্যাপেস্ট্রি অব লাইফ অ্যান্ড নেচার ও নিত্যশক্তি— এই তিন সিরিজে নারীমনের উপস্থাপন ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। উদ্বোধন করেন শিল্পী ও অভিনেত্রী মৌবনী সরকার। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মিহির কয়াল, ভাস্কর মানবেন্দ্র সরকার, শিল্পী পবিত্র সাহা ও সুকান্ত চট্টোপাধ্যায়। আজ, ২৫ জানুয়ারি ছ’জন বরিষ্ঠ মহিলাশিল্পীকে সম্মান জ্ঞাপন করা হবে। সৌজন্যে নাতাশা দত্ত রায়, আর্ট হাইভ কর্তৃপক্ষ ও আর্ট হাইভ-এর স্টুডিওর শিল্পীরা। প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সময় বিকেল ৩টে থেকে রাত ৮টা। 
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা