বিনোদন

শাবানার সম্মান

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: স্বীকৃতি যে কোনও মানুষেরই ভালো লাগে। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিও ব্যতিক্রম নন। তবে সদ্যপ্রাপ্ত ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মান তাঁর দীর্ঘ কেরিয়ারের অন্যতম প্রাপ্তি। ভারতীয় সিনেমায় তাঁর অবদান এবং মহিলাদের নানাবিধ দাবিদাওয়া নিয়ে প্রকাশ্যে সরব হওয়ার কারণেই তাঁকে এই সম্মানে ভূষিত করা হল। এই সম্মান পেয়ে আপ্লুত শাবানা বলেন, ‘আমি ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মান পেয়ে সম্মানিত। এটা সিনেমার জয়। আমরা যে নিজেদের কাজের মাধ্যমে সমাজে কিছু প্রভাব তৈরি করতে পেরেছি, এই সম্মান তারই প্রমাণ।’ 
এ প্রসঙ্গে সিটি অব লন্ডন কর্পোরেশন পলিসি চেয়ারম্যান ক্রিস হেওয়ার্ড বলেন, ‘শাবানা আজমির কাজের প্রতি আমরা শ্রদ্ধাশীল। শুধুমাত্র ওঁর সিনেমা নয়, বাস্তবে সামাজিক পরিবর্তন নিয়ে আসার জন্য উনি যা কাজ করছেন, তাকে আমরা সম্মান জানাই। নানাবিধ চরিত্র এত সৎ ভাবে তিনি পর্দায় তুলে ধরেন, সে কারণে বিশ্বজুড়ে বহু মহিলা ওঁর থেকে অনুপ্রেরণা পান। ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’-এর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ 
১৯৭৪-এ শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ ছবির মাধ্যমে ডেবিউ করেন শাবানা। ১৪০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। বেশ কিছু আন্তর্জাতিক প্রোজেক্টেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক। পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। চলতি বছর ‘ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’-এর তরফে গত ৫০ বছর ধরে নানা ধরনের চরিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করার জন্য শাবানাকে সম্মান জানানো হবে। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা