Bartaman Patrika
দেশ
 

 নাগরিকত্ব বিল নিয়ে মমতার লড়াই আজমলের গড়ে জোড়া ফুল ফোটানোর স্বপ্ন দেখাচ্ছে

জয়ন্ত চৌধুরী  ধুবরি, আজমলের গড়ে মমতার খোঁজ? শুনতে অবাক লাগলেও, ব্রহ্মপুত্র পাড়ে বাংলা লাগোয়া ধুবরিতে এটাই বাস্তব। গত দেড় দশক, নিজের হাতে গড়া দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সৌজন্যে ধুবরির রাজনীতি থেকে সমাজ তাঁর নিয়ন্ত্রণে। সেখানে সপ্তদশ লোকসভা নির্বাচনে অসমের ভোট প্রচারের শেষ লগ্নে আতর বাদশা আজমলের পাড়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রীর নামে পোস্টার, মাইক্রোফোন বাহিত স্লোগান। শুনে ধন্দ তো লাগারই কথা। বাংলাভাষী মুসলমান অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রের আপাত নিস্তরঙ্গ একমুখী রাজনীতির রসায়ন বদলে গিয়েছে গত জুলাই থেকে। প্রথমে এনআরসি ও পরে নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদে মমতার অগ্রণী ভূমিকায় মুসলমান সমাজে আজমলের একচ্ছত্র আধিপত্যে ভাঙন ধরেছে। তাঁদের প্রচারের আলোয় ভাগ বসিয়েছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রীর এই জনপ্রিয়তাকে সামনে রেখেই এবার ধুবরিতে জোড়া ফুল ফোটানোর স্বপ্ন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
ব্রহ্মপুত্রের তীরে বাংলা লাগোয়া ধুবরি। অসমের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। স্বাধীনতার পর থেকেই ধুবরি লোকসভা আসন ছিল কংগ্রেসের দখলে। বার কয়েকের ব্যতিক্রম বাদ দিলে এই আসন কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই বিবেচিত হতো। সেই ধুবরির রাজনৈতিক বিন্যাস বদলে গিয়েছে আতর বাদশা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ-এর সুবাদে। প্রথমে বিধানসভা, তারপর ২০০৯ সাল থেকে টানা এআইইউডিএফ-এর প্রতিনিধি হিসেবে আজমল সংসদ সদস্য। তবে তিনি একাই নন, বিদায়ী লোকসভায় তাঁকে নিয়ে তিনজন প্রতিনিধি রয়েছে ফ্রন্টের। গত এক দশকে অসমের রাজনীতিতে মুসলমান বাঙালির মসিহা আজমল এবার একটু অস্থির। এনআরসি আর নাগরিকত্ব বিলের তুমুল প্রতিবাদ করে গোটা দেশেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝড় তুলে দিয়েছেন, তাতেই বেসামাল ধুবরির নির্বাচনী পরিমণ্ডল। তৃণমূল কংগ্রেসের নতুন মুখের উপস্থিতিতে মুসলমান ভোটের একচেটিয়া দখলদারিতে বদরুদ্দিন আজমলের এতদিনের লালিত হিসেব গুলিয়ে গিয়েছে। এর উপর বোঝার উপর শাকের আঁটি এনডিএ শরিক অসম গণ পরিষদের প্রার্থীও মুসলমান। আবার কংগ্রেসের সঙ্গে নাকি তাঁর গোপন বোঝাপড়া আছে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সবমিলিয়ে আতর বাদশার এবারের দিল্লির যাত্রাপথে কয়েকশো কাঁটা ছড়িয়ে পড়েছে।
নুনিয়া পট্টির বিষ্যুদটকিজের সামনে পানের দোকানে দেখা মাঝবয়সি ইউনুস বিশ্বাসের সঙ্গে। পেশায় মণিহারি দোকানদার। ভরদুপুরে ফোনে যে কথা বলছিলেন, সেখানেও এল মমতা প্রসঙ্গ। তাই আলাপ জমাতেই হল। তাঁর কথাতেই জানা গেল, এনআরসি নিয়ে যেভাবে মমতা সরব হয়েছেন তা দেখে সকলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। বললেন, দেখবেন ওই মহিলা দিল্লি গেলেন বা না গেলেন, নাগরিকত্ব বিল পুড়িয়ে দেবেনই। নরেন্দ্র মোদির সাধ্য নেই তা রোখার। ভরদুপুরে তাঁর সঙ্গে আলাপচারিতায় রাজনীতির গরম হওয়া বইতে শুরু করায় ইতিউতি ছড়িয়ে থাকা জনাকয়েক হাজির হলেন। নাগরিকত্ব বিল আটকাতে আজমলও বদ্ধপরিকর। কিন্তু তা কতটা ‘এফেক্টিভ’হবে সে বিষয়ে সকলেরই সংশয় আছে। কলকাতায় কর্মসুত্রে থাকলেও, ভোট দিতে বাসায় ফেরা তরুণ মইদুলের এই ব্যাখ্যা উড়িয়ে দেওয়ার নয়। বাংলার বাইরে এই কেন্দ্রে তৃণমূলের উপস্থিতির পটভূমিটাই যেন সংক্ষেপে তুলে ধরলেন এই যুবক। নেতাজি সুভাষ রোডের হকার মার্কেটের সামনে দেখা হল হাই মাদ্রাসার শিক্ষক সামসের আলি বিশ্বাসের সঙ্গে। তিনি আজমলের জয় নিয়ে আত্মপ্রত্যয়ী। ধুবড়ির উন্নয়ন এবং মুসলমান সমাজের স্বার্থ রক্ষায় আজমলের সংসদে যাওয়া কেন খুবই দরকার তাও ব্যাখ্যা দিলেন। আগন্তুক সাংবাদিককে এসব কথা বোঝানোর পরেও কিন্তু বললেন নাগরিকত্ব বিল চিরতরে ঠেকাতে হলে মমতার দিল্লি যাওয়া উচিত।
কী বলছেন, ধুবরির তৃণমূলের প্রার্থী নুরুল ইসলাম চৌধুরী? মমতাদি তাঁকে প্রার্থী করেছেন। নির্বাচনী প্রচারে বেরিয়ে মমতা প্রথম পর্বে এই ধুবরিতেই জনসভা করেছেন তাঁকে নিয়ে। দু’দিন আগে বাংলার বসিরহাটের প্রার্থী চিত্রতারকা নুসরত জাহান রোড শো করেছেন। বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম এই রাজ্যের পর্যবেক্ষক। দফায় দফায় এসেছেন। সংগঠন তৈরিকেই অগ্রাধিকার দিয়েছেন। সেই সুবাদেই ধুবরির বিশিষ্ট আইনজীবী এবং অল অসম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি নুরুলের শিক্ষিত সমাজে পরিচিতি আছে। তিনি বললেন, ‘আমি মনে করি, এআইইউডিএফের সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হলেও, মমতাদির কল্যাণে সংখ্যালঘু ভোটে ভাঙন ধরবেই। তার সঙ্গে ভাষাগত সংখ্যালঘু অর্থাৎ অসমিয়া ছাড়াও কিছু হিন্দিভাষী ও জনজাতির ভোট জোড়া ফুলে পড়লে সব হিসেব উল্টে যেতে পারে।
আজমলের এই হিসেব উল্টোনোর কাজ আরও এগিয়ে দিয়েছে কংগ্রেস। গোপনে বোঝাপড়া করে ১১টি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছিলেন আজমল। তিনটি আসনে লড়ছিল তাঁর দল। কিন্তু শেষ মুহূর্তে সব হিসেব বদলে দিয়ে কংগ্রেস গোলকগঞ্জের দু’বারের বিধায়ক আবু তাহের ব্যাপারিকে এই কেন্দ্রে টিকিট দিয়েছে। বিজেপি সেই সুযোগ কাজে লাগাতে অগপকে আসনটি ছেড়ে দিয়েছে। তাদের প্রার্থী আবার কংগ্রেস থেকে বিতারিত মানকাছারের প্রাক্তন বিধায়ক। কিন্তু বাঙালি মুসলমানের কাছে মমতার ভাবমূর্তিকে পুঁজি করেই লম্বা রেসের জন্য তৈরি হয়েছে তৃণমূল।

22nd  April, 2019
‘আদালতের রায়কে সম্মান করে কংগ্রেস’, মোদির ‘বাবরি তালা’র জবাব প্রিয়াঙ্কার

ধর্মীয় মেরুকরণ। এবারের ভোটে এই তাসেই বাজি ধরেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ তাবড় বিজেপি নেতারা সরকারের ১০ বছরের কাজের খতিয়ান নয়, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যুগুলি থেকে নজর ঘোরাতেই হিন্দুত্বকেই হাতিয়ার করছেন। বিশদ

নাগপুরে নির্জন জায়গায় অটো থামিয়ে ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত চালক

অটোরিকশটি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে। চালক পিছনের সিটে বসা ছাত্রীটিকে বারবার আপত্তিকরভাবে স্পর্শ করছে।— নাগপুরে ছাত্রীর শ্লীলতাহানির এই ভিডিও প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশদ

হরিয়ানার বিজেপি সরকার সংখ্যালঘু: রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন দুষ্যন্ত

অটলবিহারী বাজপেয়ির এনডিএ এবং নরেন্দ্র মোদির এনডিএ জোটের মধ্যে পার্থক্য কী? মোদির বিজেপির কোনও স্থায়ী বন্ধু নেই। অতীত অথবা বর্তমান বন্ধুদের ঘরে হানা দিয়ে তাদের ঘর ভাঙা বিগত ১০ বছরে বিজেপির চেনা প্রবণতায় পরিণত। বিশদ

কৃষকবন্ধুতে নথিভুক্ত না হলেও এবার চাষি ধান বেচতে পারবেন রাজ্যকে

কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত নন এমন চাষিদের সরকারের কাছে ধান বিক্রি করার অনুমতি দিয়েছে রাজ্য খাদ্যদপ্তর। চলতি খরিফ মরশুমের বাকি সময়ে একজন কৃষক সর্বোচ্চ ৩০ কুইন্টাল ধান বেচতে পারবেন। বিশদ

মাহাত-ওঁরাও-সাহুদের মুসলিম সাজিয়ে রাঁচিতে বিজেপিতে যোগদান

আদিবাসী ভোট সম্পূর্ণভাবে বিপক্ষে যাওয়ার আশঙ্কা তৈরি হতেই, মুসলিম ভোট পেতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। এমনকী মাহাত, ওঁরাও, সাহু পদবির মানুষ জনকে তাদের মুসলিম কর্মী-সমর্থক হিসেবে গণমাধ্যমের সামনে তুলে ধরতে দ্বিধা বোধ করেনি বিজেপি। বিশদ

‘ছেলে নই বলে বঞ্চনা করেছেন শারদ পাওয়ার’, নালিশ ভাইপো অজিতের

শারদ পাওয়ারের ছেলে নন। তাই কাকার কাছ থেকে কোনও রাজনৈতিক সুযোগ পাননি তিনি। লোকসভা ভোটের আবহে শারদের বিরুদ্ধে এমনই করলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দলের পদ আঁকড়ে থাকা নিয়ে শারদের তীব্র সমালোচনা করেছেন। বিশদ

কেন্দ্র বেগুসরাই: কড়া টক্করের মুখে গিরিরাজ, বিজেপিকে টেক্কা দিতে জোটই ভরসা সিপিআইয়ের

‘সময় কে রথ কা ঘর্ঘর-নাদ সুনো/সিংহাসন খালি করো কি জনতা আতি হ্যায়।’ বিহারের বেগুসরাই। বিখ্যাত হিন্দি কবি রামধারী সিং দিনকরের জন্মভূমি।  লোকসভা ভোটের চতুর্থ দফায় অন্যতম নজরকাড়া কেন্দ্র এটি। একটা সময় ‘বিহারের লেনিনগ্রাদ’ হিসেবে পরিচিত ছিল পূর্ব বিহারের এই জেলা। বিশদ

ঢক্কানিনাদই সার, কমছে রেললাইন পাতার কাজ

এক বছরে কমেছে রেলের নতুন লাইন পাতার পরিমাণ। এমনকী লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে রেলওয়ে ট্র্যাকের ডাবলিংয়ের হারও। বিগত পাঁচ বছরে দক্ষিণ-পূর্ব এবং উত্তর-মধ্য রেলে একটিও নতুন রেললাইন পাতার কাজ হয়নি। বিশদ

ভোটের সময় ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা

বর্তমানে ভারতে লোকসভা নির্বাচন চলছে। আর এই আবহে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা। নির্বাচনকে জটিল করে তোলাই ওয়াশিংটনের লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমনই অভিযোগ করল রাশিয়া। ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। বিশদ

জনগণনা না করেই কেন্দ্র কীভাবে হিন্দু-মুসলিম শতকরা হার জানল, প্রশ্ন তেজস্বী যাদবের

লোকসভা ভোট চলার মধ্যে বিজেপির মেরুকরণের চেষ্টা তুঙ্গে। আর তাতে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। তারইমধ্যে এবার প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের (ইএসি-পিএম) প্রকাশিত একটি রিপোর্ট ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। বিশদ

কেন্দ্র উন্নাও: রামের হাত ধরেই হ্যাটট্রিকের আশা সাক্ষী মহারাজের

সেটা ২০১৭ সাল। এক দলিত তরুণীর গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় দেশ। কাঠগড়ায় বিজেপি বিধায়ক। কুলদীপ সিং সেঙ্গার। প্রবল জনরোষের চাপে সেঙ্গারকে শেষ পর্যন্ত জেলে যেতে হয়। আর স্থানীয় বিজেপি নেতারা বলছেন, উন্নাও কাণ্ড এখন আর কোনও ইস্যু নয়। কেন? বিশদ

মধ্যপ্রদেশে বিজেপি নেতার ১৪ বছরের ছেলের ভোটদান ঘিরে বিতর্ক

মধ্যপ্রদেশের ভোপালে বেরাসিয়া এলাকায় ভোট দিল বিজেপি নেতার ১৪ বছরের কিশোর ছেলে। তা নিয়েই বিতর্ক তুঙ্গে। জানা যাচ্ছে, ওই কিশোরের বাবা বিজেপির পঞ্চায়েত নেতা বিনয় মেহার। ঘটনায় ইতিমধ্যেই জেলাশাসক কুশলেন্দ্র বিক্রম সিং তদন্তের নির্দেশ দিয়েছে। বিশদ

প্রিয়াঙ্কার ক্লার্ক টিকিট পেয়েছেন আমেথিতে, খোঁচা রায়বেরিলির বিজেপি প্রার্থীর

আমেথি-রায়বেরিলি নিয়ে গান্ধী পরিবারের সঙ্গে বিজেপির সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। আমেথি ছেড়ে এবার সোনিয়ার দীর্ঘদিনের আসন রায়বেরিলিতে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। আমেথিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে গান্ধী পরিবারের আস্থাভাজন বলে পরিচিত কিশোরীলাল শর্মাকে। বিশদ

ছত্তিশগড়ে ৬ মাওবাদীর আত্মসমর্পণ

বৃহস্পতিবার ছত্তিশগড়ের সুকমায় ছ’জন শীর্ষস্থানীয় মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মাথার দাম ছিল মোট ৩৬ লক্ষ টাকা। সুকমার এসপি কিরণ চ্যবন এই কথা জানিয়েছেন। বিশদ

Pages: 12345

একনজরে
বকেয়া বেতন জমে কার্যত পাহাড়। অনিশ্চিয়তায় রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীরা। এই ইস্যুতে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন পুরসভার গাড়ি চালক ও সহযোগীরা। ...

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ঘটনাবহুল আলিপুর। সিপিএম মনোনয়ন দিতে আসার সময় প্রথমে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয়, পরে গোপালনগরের কাছে তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের ঝামেলা ...

কালীগঞ্জের দেবগ্রামে রোড-শো সম্পূর্ণ না করেই বেরিয়ে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি অর্ধেক রাস্তা রোড-শো করেছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। ...

কয়েক বছর ধরেই চায়ের বাজার ভালো নয়। এবার কি চা শিল্পে মরার উপর খাঁড়ার ঘা পড়তে চলেছে? তেমনই আশঙ্কা প্রকাশ করেছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন। দেশের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও ব্যবসার বৃদ্ধি ও অর্থকড়ি আয় বৃদ্ধি। ধর্মাচরণে মনযোগ বৃদ্ধি। বন্ধুর শত্রুতায় ক্ষতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬- পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন
১৬১২- মুঘল সম্রাট  শাহজাহানের  সাথে  মুমতাজের  বিয়ে হয়
১৮২৪- লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়
১৮৫৭- দেশজুড়ে শুরু হল সিপাহী বিদ্রোহ
১৮৬৩- সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম
১৮৮২- ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ গুরুসদয় দত্তের জন্ম
১৯০৫- সঙ্গীতশিল্পী পঙ্কজ মল্লিকের জন্ম
১৯০৮ - বিদ্রোহী কবি নজরুল ইসলামের পত্নী প্রমিলা দেবীর জন্ম
১৯৬২- স্বাধীনতা সংগ্রামী অবিনাশচন্দ্র ভট্টাচার্যের মৃত্যু
১৯৮৩- বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়র মৃত্যু
১৯৮৫- রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও লেখক প্রমথনাথ বিশীর মৃত্যু
১৯৯৪- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা
২০০২- কবি কায়ফি আজমির মৃত্যু
২০২২ - কিংবদন্তী সন্তুর বাদক শিবকুমার শর্মার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৭ টাকা ৮৪.৪১ টাকা
পাউন্ড ১০২.৭০ টাকা ১০৬.১৩ টাকা
ইউরো ৮৮.২৩ টাকা ৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮২,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮২,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১০ মে ২০২৪। তৃতীয়া ৫৪/৩০ রাত্রি ২/৫১। রোহিণী নক্ষত্র ১৪/২০ দিবা ১০/৪৭। সূর্যোদয় ৫/২/৩৯, সূর্যাস্ত ৬/৩/২২। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩৬ মধ্যে পুনঃ ৪/১৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/৩১ গতে ৯/০ মধ্যে পুনঃ ২/৫১ গতে ৩/৩৫ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে পুনঃ ৩/৩৫ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৮ গতে ১১/৩৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৮ গতে ১০/১১ মধ্যে। 
২৭ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১০ মে ২০২৪। দ্বিতীয়া প্রাতঃ ৫/৪৫ পরে তৃতীয়া শেষরাত্রি ৪/৫১। রোহিণী নক্ষত্র দিবা ১২/৩৪। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/৫। অমৃতযোগ দিবা ৬/৪৩ মধ্যে ও ৭/৩৫ গতে ১০/১২ মধ্যে ও ১২/৪৮ গতে ২/৩২ মধ্যে ও ৪/১৭ গতে ৬/৫ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ৯/৩ মধ্যে ও ২/৫৩ গতে ৩/৩৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৪ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩ মধ্যে। বারবেলা ৮/১৮ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৯ গতে ১০/১২ মধ্যে। 
১ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ২৭ বলে হাফসেঞ্চুরি মিচেলের, চেন্নাই ৮৬/৩ (১০ ওভার) টার্গেট ২৩২

10:30:00 PM

আইপিএল: ০ রানে আউট গায়কোয়াড়, চেন্নাই ১০/৩ (২.৫ ওভার), টার্গেট ২৩২

10:03:24 PM

আইপিএল: ১ রানে আউট রাহানে, চেন্নাই ২/২ (১.১ ওভার), টার্গেট ২৩২

09:53:18 PM

আইপিএল: ১ রানে আউট রবীন্দ্র, চেন্নাই ২/১ (১ ওভার), টার্গেট ২৩২

09:50:42 PM

আইপিএল: চেন্নাইকে ২৩২ রানের টার্গেট দিল গুজরাত

09:32:40 PM

আইপিএল: ১০৪ রানে আউট গিল, গুজরাত ২১৩/২ (১৮ ওভার),বিপক্ষ চেন্নাই

09:18:02 PM