উত্তরবঙ্গ

স্বামী জগদীশের পথেই এগিয়ে চলেছেন সঙ্গীতা

সংবাদদাতা, দিনহাটা: সিতাইয়ের আদাবাড়ি থেকেই রাজনীতির সূচনা জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার। এই গ্রাম পঞ্চায়েত থেকেই প্রধান হন তিনি। পরবর্তীতে ২০১৩ সালে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি হন জগদীশ। সেই সময় আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন সঙ্গীতা রায়। ২০১৬ সালে সিতাইয়ের বিধায়ক হন জগদীশবাবু। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে স্বামীর ছেড়ে যাওয়া সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি হন সঙ্গীতা। এখনও তিনি ওই পদেই। ২০২৪ সালে এমপি হওয়ার পরে সিতাইয়ের বিধায়ক থেকে ইস্তফা  দিয়েছেন জগদীশচন্দ্র। রবিবার সেই ফাঁকা আসনের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে স্ত্রী সঙ্গীতা রায়কে। 
স্বামীর দেখানো পথেই রাজনীতিতে এগিয়ে চলছেন সঙ্গীতা। স্বামীকেই রাজনৈতিক গুরু মানেন। মঞ্চে বক্তব্য দেওয়া স্বামীর কাছ থেকেই শিখেছেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা রায়। বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন। নেত্রী হিসেবে জেলায় এখন পরিচিত মুখ সঙ্গীতা। 
সাংসদের সহধর্মিণীর বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই তৃণমূল বনাম বিজেপির বলেই দাবি পদ্মের প্রার্থী দীপক রায়ের। দীপকবাবু ইতিমধ্যেই একাধিকবার বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পেশায় শিক্ষক। মাথাভাঙা আটপুকুরি হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞান পড়ান। ২০১১ সালে সিতাই বিধানসভায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিলেন। ২০১৪ সালে লোকসভাতেও বামেরা ভরসা করেন তাঁকে। দু’বারই পরাজিত হন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিধানসভা ভোটে পদ্ম প্রতীকে লড়াই করেও সফলতা মেলেনি। ২০২৪-এর উপ নির্বাচনে ফের বিজেপি তাঁকে প্রার্থী করল সিতাইতে। 
তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বলেন, মুখ্যমন্ত্রী আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। তারজন্য ওঁর কাছে কৃতজ্ঞ। মানুষের আশীর্বাদ পেলে বিপুল ভোটে জয়ী হব। বিজেপি প্রার্থী ইতিমধ্যেই তিনবার ভোটে হেরেছেন। এবারও হারবেন। স্বামীর কাছেই রাজনীতির শিক্ষা। গ্রামসভায় ভাষণ কেমন করে দিতে হয় স্বামীই শিখিয়েছিলেন। 
বিজেপি প্রার্থী দীপক রায় বলেন, নেতাজির জাতীয়তাবাদী আদর্শে ছাত্র অবস্থা থেকেই নিজেকে দীক্ষিত করি। বামফ্রন্ট থেকে দু’বার প্রার্থী ছিলাম। ’১৬ সালে বিজেপিতে যোগ দিই। একুশে বিজেপির টিকিটে বিধানসভা ভোটে লড়লেও পরাজিত হই। উপ নির্বাচনে দল ফের প্রার্থী করায় কৃতজ্ঞ আমি। সুষ্ঠুভাবে এই নির্বাচন হলে জয় হবে বিজেপিরই।  নিজস্ব চিত্র।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা