উত্তরবঙ্গ

রায়গঞ্জে বনদপ্তরের  তৎপরতায় ৬০টি কচ্ছপ উদ্ধার, ধৃত ৯

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কচ্ছপ পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশন। উদ্ধার হল ৬০টি জীবন্ত দেশি কচ্ছপ। এই ঘটনায় তারা সাত জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দু’জন রায়গঞ্জের। বাকি পাঁচ জন উত্তর প্রদেশের বাসিন্দা। পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে বনদপ্তর জানিয়েছে। 
বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশন জানিয়েছে, সংরক্ষিত বন্যপ্রাণ হিসেবে চিহ্নিত এই দেশি কচ্ছপগুলি। এর পাচার চক্রকে হাতেনাতে পাকড়াও করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল। লাগাতার সেই প্রক্রিয়াতেই শেষ পর্যন্ত সোমবার পাচারকারীরা ধরা পড়ে। উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে ট্রেনে করে জীবন্ত ওই কচ্ছপগুলিকে ২২টি ব্যাগে ভরে প্রথমে মালদহ পর্যন্ত আনা হয়। সেখান থেকে একটি গাড়িতে চাপিয়ে কচ্ছপগুলিকে বালুরঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার ছক ছিল পাচারকারীদের। কিন্তু তার আগেই বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশনের অধীন রায়গঞ্জ, বালুরঘাট ও কুশমণ্ডি তিনটি রেঞ্জের তৎপরতায় গোটা চক্রটি ধরা পড়ে। গাড়িটিকে আটক করা হয় বংশীহারি এলাকায়। মোট ৬০টি কচ্ছপ উদ্ধার হয়। রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা জানিয়েছেন, গোপন সূত্রে জানতে পারি উত্তর প্রদেশ থেকে কচ্ছপের একটি বড়সড় কনসাইনমেন্ট বালুরঘাট আসছে। খবর পেয়ে আমরা চক্রটিকে ধরতে অভিযান চালাই। তাতেই নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর আগেই ধরা পড়ে চক্রটি। ৬০টি কচ্ছপ উদ্ধার হয়েছে। দেখা হচ্ছে ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত। কোথায় পাচার হচ্ছিল, তা নিয়েও আমরা অনুসন্ধান শুরু করেছি।  নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা