উত্তরবঙ্গ

শিলিগুড়িতে বাজি মেলার উদ্বোধন তারাবাতি, রংমশলার পাশাপাশি হাজির ড্রোন, টপ স্পিনিং

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ড্রোন ও টপ স্পিনিং। এগুলি আসলে আতশবাজি। প্রথমটি আকাশে উঠে ঝর্নার মতো বিভিন্ন রঙে আলোর ছটায় ছড়িয়ে পড়বে। দ্বিতীয়টি চরকি। যে কোনও স্থানে ঘুরে আলোর ছটা ছড়িয়ে দেবে। এধরনের বেশ কিছু নতুন বাজি নিয়ে সোমবার শিলিগুড়ি শহরের উপকণ্ঠে কাওয়াখালিতে সূচনা হল বাজি মেলার। দীপাবলির আগে এই মেলা নিয়ে বাজি ব্যবসায়ীরা উচ্ছ্বসিত। তাঁদের বক্তব্য, এতে নিষিদ্ধ শব্দবাজির দাপট কিছুটা হলেও কমবে। রাজ্য সরকারের নির্দেশ মেনে মেলায় বিক্রি হবে গ্রিনক্যাকার্স।
হাতেগোনা কিছুদিন পরই আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। এই দু’টি উৎসবের অন্যতম আকর্ষণ বাজি। এজন্য আনুষ্ঠানিকভাবে কাওয়াখালিতে বাজি মেলার উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে সারা বাংলা আতজবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়, শিলিগুড়ি ফায়ার ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পাটাডিয়া সহ জলপাইগুড়ির জেলা প্রশাসনের আধিকারিকররা হাজির ছিলেন। এদিনই অধিকাংশ স্টল বাজিতে সাজিয়ে তোলা হয়। যারমধ্যে বেশ কিছু নতুন ধরনের বাজি মেলায় আমদানি করা হয়েছে।
শিলিগুড়ি ফায়ার ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, তুবড়ি, চরকি, তারাবাতি, রংমশাল সহ বিভিন্ন ধরনের সাবেক আতশবাজি রয়েছেই। এর বাইরে মেলায় মিলবে নতুন ধরনের কিছু বাজি। যারমধ্যে ড্রোন, টপ স্পিনিং, রোটা উল্লেখযোগ্য। সেগুলির দাম নাগালের মধ্যে থাকবে। সবগুলিই গ্রিন ক্যাকার্স। প্রশাসনের নির্দেশমতো সেগুলির উপর কিউআরকোড থাকছে।
১নভেম্বর পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় স্টলের সংখ্যা ৫০টি। স্থানীয় বাজি বিক্রেতারা মেলায় স্টল দিয়েছেন। 
শিলিগুড়ি ফায়ার ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, শিলিগুড়ি শহরের কাছে হলেও কাওয়াখালি এলাকাটি জলপাইগুড়ি জেলার অধীনে। এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মেলা বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০পর্যন্ত মেলা খোলা থাকবে। এতে নিষিদ্ধ শব্দবাজির কারবার কিছুটা কমবে বলেই আশা করছি।  নিজস্ব চিত্র।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা