উত্তরবঙ্গ

নৈহাটির বড়মার পর বালুরঘাটের বোল্লাকালীও শিলিগুড়ির মণ্ডপে

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: নৈহাটির বড়মা’র পর এবার শিলিগুড়ির কালীপুজোয় বালুরঘাটের বোল্লাকালীর দর্শন মিলবে। আগামী ৩১ অক্টোবর কালীপুজো। সেই মতো প্রতিটি মণ্ডপে চলছে জোর প্রস্তুতি। তারমধ্যে আলাদা করে নজর কাড়ছে হায়দরপাড়ার মহাকাল স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ ভারতনগর স্পোর্টিং ক্লাবের পুজোর প্রস্তুতি। 
গতবছর কালীপুজোয় শিলিগুড়ির হায়দরপাড়া মহাকাল স্পোর্টিং ক্লাব নৈহাটির বড়মা’র মূর্তি বানিয়ে পুজো করেছিল। মূর্তির অলঙ্কার সহ অন্যান্য সজ্জা সবকিছুই ছিল নৈহাটির বড়মা’র মতো।  যা গতবার শিলিগুড়ির কালীপুজোয় সাড়া ফেলেছিল। এবছরও মহাকাল স্পোর্টিং ক্লাব নৈহাটির বড়মা’র মূর্তি বানিয়ে পুজো করবে। 
অন্যদিকে, এবারে শিলিগুড়ির কালীপুজোয় নতুন চমক হতে চলেছে দক্ষিণ ভারতনগর স্পোর্টিং ক্লাবে বোল্লাকালীর মূর্তি। তৈরি হচ্ছে ১৭ ফুট উচ্চতার বোল্লাকালীর মূর্তি। দক্ষিণ ভারতনগর স্পোর্টিং ক্লাবের সভাপতি রাজু পাল বলেন, বালুরঘাটের বোল্লাকালী জাগ্রত। দূর-দূরান্ত থেকে মানুষ বালুরঘাটে যান বোল্লাকালীর পুজো দেখতে। তবু অনেকের বালুঘাটে গিয়ে বোল্লাকালী পুজো দেখা হয়নি। শিলিগুড়ির সেই সব মানুষ যাতে নিজের শহরে বোল্লাকালীর দর্শন করতে পারে তারজন্য এবার আমরা বোল্লাকালী মূর্তি বানিয়ে পুজো করতে সিদ্ধান্ত নিয়েছি। সেখানকার নিয়ম মেনে এখানেও এই বোল্লাকালীর পুজো হবে। 
হায়দরপাড়া মহাকাল স্পোর্টিং ক্লাবের সদস্য বিশাল দত্তেরও একই বক্তব্য। তিনি বলেন, গতবছর আমরাই প্রথম শিলিগুড়িতে নৈহাটির বড়মা’র বিশাল মূর্তি বানিয়ে পুজো করে যথেষ্ট সাড়া পেয়েছিলাম। প্রতিদিন পুজো মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়েছিল। তবু অনেক মানুষই আমাদের এই বড়মার পুজো দেখতে পারেনি। তাঁদের কথা মাথায় রেখে এবারও আমরা নৈহাটির বড়মা’র মূর্তির আদলেই প্রতিমা বানিয়ে পুজো করব। মূল প্রতিমার উচ্চতা ২১ ফুট। মুকুট ও গয়না নিয়ে মূর্তির উচ্চতা হবে ২৬ ফুট। আশা করছি, এবারও আমাদের পুজো শিলিগুড়ির মানুষের মধ্যে সাড়া ফেলবে।  নিজস্ব চিত্র।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা