উত্তরবঙ্গ

অবৈধ পার্কিংয়ে জেরবার শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: একের পর এক ঝাঁ চকচকে বহুতল, শো-রুম, দোকান-বাজার গজিয়ে উঠলেও জায়গা নেই পার্কিংয়ের। শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় হয়ে কলেজপাড়া পর্যন্ত রায়গঞ্জ শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তা। সেই বিস্তীর্ণ রাস্তার দু’পাশেই অবৈধ পার্কিংয়ে জেরবার শহরবাসী। এরমধ্যে দিনের নির্দিষ্ট কিছু সময় মোহনবাটি বাজারের সামনে, পুর বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের চলাচল দুষ্কর হয়ে ওঠে। অবৈধ পার্কিংয়ের জন্য একই অবস্থা হয় হাসপাতাল রোড, কলেজপাড়া বাজার এলাকায়। অনেকের আশঙ্কা পুজোর মরশুমে এই সমস্যা আরও ভয়াবহ হতে চলেছে। এপ্রসঙ্গে সরব বিরোধী রাজনৈতিক দলগুলিও। যদিও রায়গঞ্জ পুর কর্তৃপক্ষের দাবি, পার্কিং সমস্যা মেটাতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। কয়েক দফা আলোচনাও হয়েছে। কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, শহরের আয়তন বাড়ছে। তার সঙ্গে বাড়ছে গাড়ি চলাচল। তাই শহরের অভ্যন্তরে যানজট রুখতে পার্কিং সমস্যা মেটানো উচিত। যদিও পুর কর্তৃপক্ষ এব্যাপারে কোনও সুষ্ঠু পরিকল্পনা করছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, পুরসভা অপরিকল্পিতভাবে ইচ্ছেমতো কাজ করে গিয়েছে। যার ফলে কোনও শো-রুম বা বহুতল তৈরির সময় পার্কিংয়ের সুষ্ঠু ব্যবস্থার কথা ভাবা হয়নি। যানজট সমস্যা কাটাতে আমাদের তরফে পুর বাসস্ট্যান্ড লাগোয়া রেল গুমটিতে ওভার ব্রিজ বা আন্ডারপাসের পরিকল্পনা হয়। রেলের তরফে কয়েক দফায় পরিদর্শনও হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন এব্যাপারে এনওসি না দেওয়ায় সেই কাজ এগোয়নি। ফলে পার্কিংয়ের সমস্যা যে তিমিরে ছিল, সেখানেই থমকে রয়েছে। রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক শুভ্রশঙ্কর নাগ বলেন, শহরে  গাড়ি পার্কিং করা সবচেয়ে কঠিন। বিশেষ করে মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায়। তার উপর অপরিকল্পিতভাবে ওই বাজারের কাছে মূল রাস্তার মাঝে ডিভাইডার রয়েছে। সেখানেও মানুষ পার্কিং করছে। আমার মনে হয় শহরে অতি শীঘ্রই সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনা প্রয়োজন। রায়গঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, পার্কিং সমস্যা কোনও সাম্প্রতিকতম বিষয় নয়। দীর্ঘদিনের সমস্যা। সেটা মেটাতে আমরা যথেষ্ট আন্তরিক। তারজন্য বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। পরিকল্পনা নেওয়া হচ্ছে। শীঘ্রই এব্যাপারে আমরা পদক্ষেপ নেব।  রায়গঞ্জে এম জি রোড এলাকায় অবৈধ পার্কিং।-নিজস্ব চিত্র
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা