উত্তরবঙ্গ

বক্সা পাহাড় থেকে তিন অসুস্থকে কাঁধে করে সমতলে এনে চিকিৎসা

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা সদর থেকে ধসে বিচ্ছিন্ন বক্সা পাহাড়। ২০২২ সালে প্রশাসনের চালু করা অ্যালুমিনিয়ামের তৈরি পালকি অ্যাম্বুলেন্সও মুখ থুবড়ে পড়েছে। রাস্তার যেখানে সেখানে ধস। এই চরম বিপর্যস্ত অবস্থায় পড়ে শনিবার বক্সা পাহাড়ের পাকদণ্ডি বেয়ে তিন জন অসুস্থ রোগীকে চাদরের দোলনায় কাঁধে বহন করে নীচে নামিয়ে এনেছেন তাঁদের নিকট আত্মীয়রা। ওই তিন জন হলেন বক্সার লালবাংলোর ৭৭ বছরের নাদো ডুকপা, তাসিগাঁওয়ের পাশা দরজি ডুকপা ও সদর বাজারের জন ডুকপা। এভাবেই তাঁদেরকে সমতলে নামিয়ে এনে হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। চিকিৎসার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০০ ফুট উচ্চতায় ধস বিধ্বস্ত বক্সা পাহাড়ের তিন অসুস্থকে  এভাবে সমতলে নামিয়ে আনার খবর চাউর হতেই শোরগোল পড়েছে। 
প্রতি বছর বর্ষায় বক্সার ১৩টি পাহাড়ি গ্রামের মানুষ ধসে আটকে পড়ে। তখনই অসুস্থদের নিয়ে বিপাকে পড়তে হয় বক্সার বাসিন্দাদের। গত মঙ্গলবার থেকে বক্সায় বিদ্যুৎ নেই। বিদ্যুতের তার ছিঁড়ে একটি গোরু ও একটি কুকুর মারা গিয়েছে। ধসে পানীয় জলের পাইপ লাইনও বেহাল হয়ে পড়েছে। প্রসূতি ও অন্যান্য অসুস্থদের সমতলে নামিয়ে আনার জন্য দু’বছর আগে প্রশাসন পালকি অ্যাম্বুলেন্স চালু করেছিল। কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি ওই পালকি ছিল খুবই ভারী। ফলে প্রশাসনের ওই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। শনিবারের এই ঘটনার পর বক্সা পাহাড়ের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পাহাড়ি গ্রামের বাসিন্দারা স্ট্রেচারের দাবিতে সরব হয়েছেন। বক্সার সদর বাজারের বাসিন্দা ইন্দ্রশঙ্কর থাপা বলেন, পালকি অ্যাম্বুলেন্স নয়, আমরা স্ট্রেচার চাই। আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার বলেন, শনিবারের ওই ঘটনার কথা শুনেছি। বক্সার বাসিন্দাদের স্ট্রেচারের প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা চলছে।
বক্সা পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে অসুস্থকে। - নিজস্ব চিত্র।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা