উত্তরবঙ্গ

সহকারী চালক ও টেকনিশিয়ানের ৩৩৭৮টি শূন্যপদ পূরণের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর বোধোদয় হল রেলের। এবার তারা উত্তর-পূর্ব সীমান্ত রেলে সহকারী চালক ও টেকনিশিয়ানের ৩৩৭৮টি পদ পূরণের উদ্যোগ নিয়েছে।ইতিমধ্যেই তারা বিজ্ঞপ্তিও জারি করেছে। এনিয়ে বিভিন্ন মহলের বক্তব্য, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর রেলের শূন্যপদ নিয়ে সরব হন কর্মীদের একাংশ। এতেই রেলমন্ত্রকের টনক নড়েছে। 
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে অবশ্য বলেন, শূন্যপদগুলি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তা পূরণ হবে বলে আশাবাদী। 
উত্তর-পূর্ব সীমান্ত রেলে কর্মীসঙ্কট দীর্ঘদিনের। এখানে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড, টেকনিশিয়ানের অসংখ্যপদ দীর্ঘদিন ধরে শূন্য। শিলিগুড়ির কাছে নির্মলজোতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর শূন্যপদ পূরণের দাবিতে সরব হয় রেলের বিভিন্ন কর্মচারী সংগঠন। একইসঙ্গে ট্রেনযাত্রী থেকে শুরু করে বিভিন্ন মহল এই ব্যাপারে রেলমন্ত্রকের কড়া সমালোচনা করে। এরপরই শূন্যপদ পূরণে হুঁশ হয়েছে মন্ত্রকের। এমনকী, তারা পুনর্বিবেচনা করে শূন্যপদের সংখ্যাও বাড়িয়েছে। এ ব্যাপারে গত ১৮ জুন বিজ্ঞপ্তি জারি করে রেলমন্ত্রক। তাতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মার স্বাক্ষর রয়েছে। 
দেশে রেলমন্ত্রকের ১৬টি জোনের মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেল অন্যতম। রেল সূত্রের খবর, দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব সীমান্ত রেলে টেকনিশিয়ানের শূন্যপদের সংখ্যা ৭০৭টি। এবার তা সংশোধন করে করা হয়েছে ২৯৫০টি। এই জোনে দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট লোক পাইলটের (এএলপি) শূন্যপদের সংখ্যা ১২৯টি। এবার তা সংশোধন করে করা হয়েছে ৪২৮টি। অর্থাৎ সংশ্লিষ্ট দু’টি পদে মোট ৩৩৭৮ জন নিয়োগ করা হবে। 
প্রসঙ্গত, গত সোমবার রাঙাপানি স্টেশনের কাছে নির্মলজোতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জনের বেশি। ওই ঘটনার পরই রেলমন্ত্রক সংশ্লিষ্ট দু’টি পদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন মহলের বক্তব্য, একদা যাত্রী সুরক্ষা, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা ভারতীয় রেলের প্রধান লক্ষ্য ছিল। সেদিকে রেলমন্ত্রক নজর দিচ্ছিল না। রেল কর্তৃপক্ষ কিছু নতুন ট্রেন চালু করে বাহাদুরি করছিল। কিন্তু রেলের পরিকাঠামো উন্নয়ন ও কর্মীদের শূন্যপদ পূরণে তেমন হেলদোল লক্ষ্য করা যাচ্ছিল না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর শূন্যপদ পূরণের ব্যাপারে বোধোদয় হয়েছে রেলমন্ত্রকের। এবার তারা টেকনিশিয়ান ও সহকারী চালকের শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে। 
এরবাইরে আরও কিছু কর্মীর পদ শূন্য রয়েছে। সেগুলিও পূরণ করতে হবে। পাশাপাশি, নিয়মিত কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। লাইনের সংখ্যা বাড়ানো সহ পরিকাঠামো উন্নয়ন করতে হবে। তা হলেই রেলের যাত্রী সুরক্ষা বাড়বে। রেলমন্ত্রকের একাংশ জানিয়েছে, রেল পরিষেবার মানোন্নয়ন করা হচ্ছে। শীঘ্রই আরও কিছু কর্মীর শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তিও জারি করা হবে।  প্রতীকী চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা