বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
হ য ব র ল

ওলিম্পিকসে বিপত্তি! 
সৌম্যেন্দু সামন্ত

১৯২০ সালের ওলিম্পিকসের আসর বসে বেলজিয়ামের অ্যান্টওয়ের্প শহরে। ৪×১০০ মিটার রিলে দৌড়ে প্রথম হয়ে সোনা জয় করেন আমেরিকার প্রতিযোগীরা। সোনাজয়ী সেই দলের অন্যতম সদস্য ছিলেন মরিস কার্কসে। ওলিম্পিকসের শেষ দিনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর অর্জিত পদক গ্রহণ করতে অন্যান্য আরও অনেকের সঙ্গে মরিসও পৌঁছে যান। সেই সময় ওলিম্পিকসের সমাপ্তি দিনেই পদকজয়ীদের অর্থাৎ সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হতো। যাইহোক, ওলিম্পিকসের শেষদিন তাঁর নিজের পদকটি নিতেই ওই অনুষ্ঠানে যোগ দেন মরিস। পথে যেতে যেতে তাঁর হঠাৎ মনে পড়ে  ‘রানিং-শ্যু’র কথা। যেটা সাজঘর ছাড়ার মুহূর্তে খেয়াল করেননি তিনি। ওখানেই পড়ে রয়েছে জুতো জোড়া। তাই যেই জুতোর কথা মনে পড়ল, অমনি সাত তাড়াতাড়ি ছুটে চললেন তিনি সাজঘরের উদ্দেশে। আর সতীর্থদের বিষয়টি না জানিয়েই তিনি অনুষ্ঠানস্থল থেকে জুতো আনতে চলে গেলেন। কিন্তু সেখানে হাজির হয়ে ঘটে আর এক বিপত্তি। সাজঘরের দরজায় মস্ত বড় তালা ঝুলছে দেখে মরিসের তো মাথায় হাত! বন্ধ সেই দরজার সামনে দাঁড়িয়ে কী করা উচিত এখন ভাবতে ভাবতে সাজঘরের একদিকের জানলার কিছুটা খোলা দেখে সেখান দিয়েই ঘরে ঢোকার চেষ্টা করেন তিনি। কিন্তু ড্রেসিংরুমের কিছুটা দূরেই দাঁড়িয়েছিল এক পাহারাদার। হঠাৎ মরিসের দিকে তার নজরে পড়তেই ‘চোর’ ভেবে সে ছুটে গিয়ে হাতেনাতে পাকড়াও করল তাঁকে। কোনওরকম ওজর-আপত্তি না শুনেই এই মার্কিন খেলোয়াড়কে নিয়ে হাজির হল সোজা থানায়! এ তো মহা ফ্যাসাদ হল! বেজায় চিন্তিত মরিস। বিপাকে পড়ে তিনি এবার  নানারকম অঙ্গভঙ্গি করে, হাত-পা নেড়ে ইংরেজিতে থানার মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করে যেতে থাকলেন যে, তিনি ‘চোর’ নন, তিনি একজন অ্যাথলিট। শুধু তাই নয়, তিনি এই ওলিম্পিকসেরই রীতিমতো এক সোনাজয়ী অ্যাথলিট।
কিন্তু কে শোনে কার কথা! আর কে-ই বা বোঝে তাঁর ভাষা! কারণ বেলজিয়ামের মানুষজন ইংরেজি নয়, ডাচ, ফরাসি অথবা জার্মান ভাষায় কথা বলতে অভ্যস্ত। মরিসের ভাষা সেই মুহূর্তে ওই থানার আর তাঁর আশপাশের মানুষগুলোরও অজানা। অগত্যা যা হওয়ার তা-ই হল। এক বিশ্রী পরিস্থিতির চরম ‘শিকার’ হয়ে ‘চোর’ অপবাদ নিয়ে হাজতবাসের সিদ্ধান্ত হয়ে গেল সোনার পদকজয়ী অ্যাথলিট মরিস কার্কসের!
ওদিকে তখন পদক বিতরণ অনুষ্ঠানে তো নয়ই, উপরন্তু অন্য কোথাও হদিশ না পেয়ে মরিসের বাকি সঙ্গীরা তাঁকে বাদ দিয়েই উঠে বসলেন আমেরিকাগামী জাহাজে! আর এদিকে থানায় বন্দি মরিস! খানিক পরে তাঁর ভাগ্য কিছুটা সুপ্রসন্ন হওয়ায় এক অল্পস্বল্প ইংরেজি ভাষা জানা ভদ্রলোক ওখানে আসেন। তাঁর সহযোগিতায় থানা থেকে ছাড়া পেয়ে তিনি প্রাণপণে ছুটে গেলেন জাহাজঘাটে। জাহাজটি তখন প্রায় ছেড়ে দেয়। হাঁপাতে হাঁপাতে ঘাটে গিয়ে ভাগ্যক্রমে তাঁর সঙ্গী-সাথীদের জাহাজটিই পেয়ে গিয়ে কোনওরকমে তা ধরে দেশে ফেরেন মরিস। সামান্য ভুল বোঝাবুঝির জন্য বিশাল বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন এই মার্কিন অ্যাথলিট। যদিও ভাগ্য ভালো থাকায় তিনি সেই যাত্রায় বিপদ থেকে উদ্ধারও হন।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা