কলকাতা

সকাল ৮টা থেকে রাত ১১টা তারস্বরে  বাজে মাইক, কান পাতা দায় বারাসতে

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসত। জেলাশাসকের কার্যালয়, জেলা হাসপাতাল থেকে শুরু করে বহু সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, বাজারহাট নিয়ে জমজমাট শহর। পুলিস ও প্রশাসনের বড় কর্তাদের গাড়ি ছুটে যাচ্ছে যখন-তখন। এহেন বারাসতে সকাল থেকে রাত পর্যন্ত তারস্বরে মাইক বেজেই চলেছে। বাসিন্দারা এই অবস্থায় দিনের পর দিন থাকতে থাকতে রীতিমতো বিরক্ত ও ক্ষুব্ধ। তাঁদের প্রশ্ন, এসব দেখার মতো কি কেউ কোথাও নেই? প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? সকাল ৮টা থেকে মাইক বাজা শুরু হচ্ছে। থামছে সেই রাত ১১টা বা তারও পর। গাড়ির হর্ন শুনতে পাচ্ছে না পথচারী। কর্তব্যরত ট্রাফিক পুলিসেরও কান ঝালাপালা হয়ে থাকছে। ফলে ব্যস্ত রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। সেই সঙ্গে শব্দদূষণের অন্যান্য ক্ষতিকর প্রভাব তো আছেই। 
বারাসত কলোনি মোড়, চাঁপাডালি, হরিতলা মোড় সহ আরও কয়েকটি জায়গায় একের পর এক ল্যাম্পপোস্টে বাঁধা রয়েছে চোঙা। ‘সাউন্ড লিমিটার’ নেই কোথাও। চোঙাগুলির কোনওটায় সকাল থেকে শুরু হচ্ছে স্থানীয় ক্লাবের রক্তদানের প্রচার। কোনওটায় আবার স্থানীয় মেলা-খেলার প্রচার চলছে। তার ফাঁকে ফাঁকে চলছে ব্যবসায়িক বিজ্ঞাপন। নতুন বছরে কোন দোকানে কত ছাড় মিলছে, শোনা যাচ্ছে সেই ফিরিস্তিও। সব মিলিয়ে পরিস্থিতি অসহনীয় বলে দাবি ভুক্তভোগী শহরবাসীর। তাঁদের অভিযোগ, প্রশাসনিক অনুমতির তোয়াক্কা না করে দিনের পর দিন এই ‘অত্যাচার’ চলছে। এসব কেউ দেখা বা বলার নেই বলে আক্ষেপও শোনা গেল অনেকের মুখে। 
চাঁপাডালি মোড়ের কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিসের এক কর্মী বলেন, ‘সারাক্ষণ এত জোরে শব্দ হচ্ছে যে ওয়কাটকিকে কী বলা হচ্ছে, শুনতেই পাচিছ না। পথচারীরাও মাইকের শব্দে গাড়ির হর্ন শুনতে পাচ্ছেন না।’ কলোনি মোড়ের ব্যবসায়ী সুবীর দে বলেন, ‘কিছু চোঙা তো যেন একেবারে স্থায়ীভাবে বেঁধে দেওয়া হয়েছে। এক-একদিন এক-একরকম প্রচার চলছে। ক্রেতা কী বলছে বা কেমন জিনিস চাইছে, সেটাই ঠিকমতো শুনতে পাচ্ছি না। সকালে দোকান খোলা থেকে রাতে বন্ধ করা পর্যন্ত এক অবস্থা। প্রশাসন পুরো নীরব।’ ফায়ার ব্রিগেড এলাকার বাসিন্দা সৌদীপ মুখোপাধ্যায় বলেন, ‘আমার মা-বাবা দু’জনেই অসুস্থ। এত শব্দে ওঁরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।’ এক্ষেত্রে পুরসভার কিছুই করার নেই, সবটা পুলিস ও এসডিওর বিষয় বলে দাবি করেছেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়।  বারাসতের মহকুমাশাসক সোমা দাস ফোন তোলেননি। উত্তর দেননি মেসেজেরও। তবে বারাসতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর অনন্ত বলেন, ‘এটা সত্যিই সমস্যার। মহকুমাশাসকের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ করা হবে।’ -নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা