কলকাতা

দমদম রোডে জোরকদমে দখলদারদের সরানো শুরু 

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার রাতে পরিকল্পনামাফিক দমদম রোডে অবৈধ দখলদার সরানোর কাজ শুরু হয়। নাগেরবাজার থানার বিরাট পুলিস বাহিনীর উপস্থিতিতে পুরসভার কর্মীরা এদিন রাস্তার দুই দিকের গুমটি দোকান সরিয়ে রাস্তা ফাঁকা করে দেন। তবে, রাস্তার উপর প্রতিদিন অস্থায়ীভাবে বসা দোকান এদিন সরিয়ে নেওয়া হলেও কাল ফের বসবে বলে মনে করছেন স্থানীয়রা। যদিও পুরসভার দাবি, রাস্তায় দখলদারি রুখতে নিয়মিত নজরদারি চালানো হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম রোডের হনুমান মন্দির থেকে স্টেশন পর্যন্ত রাস্তার দুই দিকে কয়েকশো অস্থায়ী দোকান রয়েছে। ফলে প্রতিনিয়ত তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। পুরসভার বোর্ড মিটিংয়ে রাস্তার ওই অংশে অবৈধ দখলদারদের সরানোর সিদ্ধান্ত হয়েছিল। সেইমতো এদিন রাত সাড়ে সাতটা থেকে হনুমান মন্দির লাগোয়া এলাকা থেকে রাস্তার দুই দিক পরিষ্কারের কাজ শুরু করা হয়। কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। 
স্থানীয়দের কথায়, রাস্তা ঘিরে প্রচুর অস্থায়ী খাবারের দোকান তৈরি হয়েছে। সেগুলি গাড়ি দোকান নামেই পরিচিত। গাড়ির মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রাস্তায় উপর দোকানদারি চালানো হচ্ছে। দোকানের চারপাশে রাস্তার উপরই বাইক রেখে চলছে আড্ডা ও খাওয়া। ফলে এদিন পুরসভার অভিযানের সময় তারা সহজেই গাড়ি নিয়ে চলে যান। ফের আগামী কাল তারা আসবে বলেই স্থানীয়দের দাবি। নিয়মিত নজরদারি না রাখলে ফের দমদম রোডে দখলদারি স্রেফ সময়ের অপেক্ষা বলেই মত শহরবাসীর।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা