কলকাতা

অলঙ্কার প্রতিষ্ঠানগুলিতে বিয়ের উপহার  হিসেবে জনপ্রিয় হচ্ছে ‘ডিজিটাল গোল্ড’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাফিয়ে বাড়ছে সোনার দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার চাহিদাও। তার অংশীদার হিসেবে উঠে এসেছে ডিজিটাল গোল্ড। বাস্তবে সোনা না কিনে, তার বদলে অনলাইনে সোনা কেনা যায় ডিজিটাল ব্যবস্থায়। ডিজিটাল গোল্ড মূলত বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে উপহার হিসেবে দেশজুড়ে এই সোনা দেওয়ার চাহিদা অনেকটাই বেড়েছে। তাতে পিছিয়ে নেই কলকাতা তথা বাংলাও। এখানকার স্বর্ণ বিপণিগুলিতে আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছে ডিজিটাল গোল্ড, বলছেন তাঁরা।
একসময় আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের বিয়ে বা অন্যকোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না উপহার দেওয়ার সংস্কৃতি ছিল। সোনার দাম বেড়ে যাওয়ায় অনেকেই সেই ইচ্ছা দমন করতে বাধ্য হচ্ছেন। উপহার হিসেবে সোনা দেওয়ার সেই ইচ্ছাপূরণেই এগিয়ে এসেছে ডিজিটাল গোল্ড। দাবি করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। 
সেনকো গোল্ড লিমিটেডের এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, এখন কেউ চাইলে ৫০০ টাকা বা এক হাজার টাকারও ডিজিটাল গোল্ড কিনতে পারেন। আমাদের থেকে বহু ক্রেতা এই স্বল্প মূল্যের ডিজিটাল গোল্ড কেনেন, যা তাঁরা উপহার হিসেবে দেন। এক্ষেত্রে যেহেতু তাঁরা হাতে কোনও সোনা পান না, তাই ডিজিটাল গোল্ডের সমান অঙ্কের সোনা আমরা ভল্টে সুরক্ষিত রাখি। কারণ, কেউ যেমন ডিজিটাল গোল্ড যখন খুশি বেচে দিতে পারেন, তেমনই তা ভাঙিয়ে গয়নাও কেনা যায়। সেক্ষেত্রে সংরক্ষিত সোনা ব্যবহার করা হয়। শুভঙ্করবাবুর কথায়, গতবছরের তুলনায় এবছর ডিজিটাল গোল্ডের বিক্রি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। 
ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির জনপ্রিয়তাও বাড়ছে, দাবি করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের কথায়, অতি অল্প মূল্যে মাসে মাসে ডিজিটাল গোল্ডে টাকা জমিয়ে অনেকেই এক লপ্তে সোনা কেনার সুযোগ পাচ্ছেন। যাঁরা সোনা কিনতে চান না, তাঁরা চাইলেই সবটুকু ডিজিটাল পদ্ধতিতেই বিক্রি করে দিতে পারেন। যেহেতু ক্রেতাদের কাছে সোনা কেনা বা লগ্নি বিক্রির মতো দুটি সুযোগই থাকছে, তাই এর গ্রহণযোগ্যতাও বাড়ছে। 
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা