কলকাতা

বাবাকে মারধর, বাঁচাতে যাওয়া  পুলিসকেই কোপ মেরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অত্যাচারিত বৃদ্ধকে উদ্ধার করতে এসে রক্তাক্ত হলেন পুলিস কর্মী। অভিযুক্ত বৃদ্ধের ছেলে। একটি খুনের ঘটনায় অভিযুক্ত সেই যুবক বর্তমানে জামিনে ‘মুক্ত’। ছোট থেকেই সে রগচটা। মাঝেমধ্যেই বৃদ্ধ বাবার উপর চলত মারধর, অত্যাচার। রবিবার তা চরমে উঠলে পুলিসে ফোন করেন বৃদ্ধ। ১০০ ডায়ালে ফোন পেয়ে হাজির হয় পুলিস। হাজির হওয়া মাত্রই তাদের ওপর ছুরির কোপ বসিয়ে দেয় বৃদ্ধের ছেলে। খুনের চেষ্টার অভিযোগে এদিনই তাকে গ্রেপ্তার করেছে বাঁশদ্রোণী থানার পুলিস। ধৃতের নাম রুদ্রদীপ ভট্টাচার্য। অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৩ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।   
২০১৩ সালে রিজেন্ট পার্ক থানা এলাকায় এক যুবককে প্রকাশ্য রাস্তায় পরপর কোপ মারে রুদ্রদীপ। আঘাতের জেরে অতিরিক্ত রক্তক্ষরণ হয় যুবকের। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আহতের। খুনের মামলায় গ্রেপ্তার করা হয় রুদ্রদীপকে। সেই কেসের ট্রায়াল চলছে। শর্তাধীন জামিনে বাড়ি ফেরে সে। স্থানীয় সূত্রের খবর, এরপর থেকেই মাথার সমস্যায় ভুগছিল রুদ্রদীপ। বাঁশদ্রোণী থানা এলাকায় একটি বিরাট স্টুডিও রয়েছে ভট্টাচার্য পরিবারের। সেই স্টুডিওর ভিতরেই তাঁদের বাস। জামিনে ছাড়া পেয়ে সেখানেই থাকতে শুরু করে অভিযুক্ত যুবক। তখন থেকেই বৃদ্ধ বাবা শম্ভুনারায়ণ ভট্টাচার্যের উপর অত্যাচারের সূত্রপাত। শনিবার গভীর রাতেও একই কাণ্ড ঘটায় রুদ্র। অতিষ্ঠ হয়ে রবিবার সকালে ১০০ ডায়ালে ফোন করেন বৃদ্ধ। বাঁশদ্রোণী থানা থেকে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরের নেতৃত্বে এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে মৌখিকভাবে বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা করেন পুলিসকর্মীরা। কিন্তু হিতে বিপরীত হয়।
আরও উত্তেজিত হয়ে পড়ে অভিযুক্ত যুবক। তাঁদের মারতে উদ্যত হয় সে। পরিবার ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুলিস জানতে পারে, যুবকের মানসিক সমস্যা রয়েছে। স্থানীয় বাসিন্দা রাজু ঘোষ বলেন, ‘ভট্টাচার্য পরিবারে অভিজাত। জামিনের আগে রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। এখানে আসার পর থেকেই বৃদ্ধ বাবার উপর অবিরাম অত্যাচার চালাত রুদ্র। রাত-বিরেতে কাতরানোর শব্দ পাওয়া যেত। শনিবার গভীর রাতেও তেমন আওয়াজ পাই আমরা’।  
বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে ডেকে পাঠান পুলিসকর্মীরা। তাতেই ক্ষোভের বশে ছুরি নিয়ে সিভিকের দিকে ছুটে যায় রুদ্র। সরাসরি কোপ বসিয়ে দেয় বাঁশদ্রোণী থানার সিভিক রিন্টু সাহার ঘাড়ে। গুরুতর জখম হন তিনি। সেখানেই থামানো যায়নি উত্তেজিত যুবককে। অ্যাম্বুলেন্স ভাঙচুর চালায় সে। গাড়ির উইন্ডস্ক্রিন সম্পূর্ণভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। বাকি দুই পুলিসকর্মী কোনওক্রমে আটকান রুদ্রকে। এরপরেই ঘটনাস্থল থেকেই বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। প্রাথমিক চিকিৎসার পর খুনের চেষ্টার মামলায় ফের গ্রেপ্তার করা হয় তাকে।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা