কলকাতা

শ্যামপুরে অশান্তির জন্য বহিরাগত অশুভ শক্তিকেই দায়ী করল নেতৃত্ব

সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুরে অশান্তির ঘটনায় বহিরাগতরা যুক্ত। অশুভ শক্তি বাইরে থেকে এসে শ্যামপুরকে অশান্ত করার চেষ্টা করেছিল। শ্যামপুরের মানুষ সেই ফাঁদে পা দেননি। এভাবেই শ্যামপুরের মানুষকে আগামী দিনে সজাগ ও সচেতন থাকতে হবে। বিজেপির ক্রমাগত কুৎসা, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে রবিবার বিকেলে তৃণমূলের ডাকে শ্যামপুর ফুটবল মাঠের সভায় এই মন্তব্য করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
তিনি বলেন, গত ১৩ অক্টোবর শ্যামপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা হয়েছিল। কয়েকটি রাজনৈতিক দল তাতে ইন্ধন জুগিয়েছিল। এমনকী, বামেরাও পিছন থেকে উস্কানি দিয়েছিল। রাতেই পুলিসের ডিজি ঘটনাস্থলে গিয়েছিলেন। শ্যামপুরের সচেতন মানুষ সেই চক্রান্তে পা দেননি। ফলে অশান্তি বড় আকার নেয়নি। মন্ত্রী বলেন, শ্যামপুরের ওই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি দেউলিতে সভা করলেও জমায়েতের জন্য বাইরে থেকে লোক আনতে হয়েছিল তাদের। এদিন তৃণমূলের সভায় মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে শ্যামপুরের মানুষ ঐক্যবদ্ধ, শান্তিপ্রিয়।
এদিন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি বিধায়ক অরুণাভ সেন বলেন, নানা প্ররোচনা সত্ত্বেও যেভাবে শ্যামপুরের বাসিন্দারা এলাকা শান্ত রেখেছেন, তাতে তাঁদের ধন্যবাদ প্রাপ্য। এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কালীপদ মণ্ডল, বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা প্রমুখ।
মূল বক্তা পুলক রায় বলেন, রাজ্যে তৃণমূল সরকারের আমলে উলুবেড়িয়া মহকুমার অনেক উন্নতি হয়েছে। বাগনান ও উলুবেড়িয়ায় উড়ালপুল নির্মাণ, উলুবেড়িয়া স্টেডিয়াম, মেডিক্যাল কলেজ সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। শ্যামপুরে শতাধিক পিচ ও ঢালাইয়ের রাস্তা হয়েছে। বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন পাতা হচ্ছে। আগামী বছরের মধ্যে শ্যামপুরের প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। যেভাবে বিরোধীরা অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে শ্যামপুরে তাদের জামানত জব্দ হবে। নিজস্ব চিত্র
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা