দেশ

দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ কেজরিওয়ালের

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে কংগ্রেসের ‘হাত’ ধরেছিল আম আদমি পার্টি (আপ)। কিন্তু, কোনও লাভ হয়নি। দিল্লির ছ’টি আসনেই ভরাডুবি হয়েছিল ইন্ডিয়া শিবিরের। আগামী বছর রাজধানীতে বিধানসভা নির্বাচন। সেই ভোটে আর কারও সঙ্গে জোট চাইছে না অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। অর্থাৎ নির্বাচনে একাই লড়াই করবে দিল্লির শাসক দল। রবিবার এপ্রসঙ্গে কেজরি স্পষ্ট জানিয়েছেন, ‘দিল্লির বিধানসভা ভোটে কোনও জোট হচ্ছে না।’ সূত্রের খবর, হরিয়ানায় বিধানসভা ভোটের আগেও আসন সমঝোতা নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল আপ ও কংগ্রেসের মধ্যে। কিন্তু, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। হরিয়ানায় জয়ী হয় বিজেপি। রাজনৈতিক মহলের মতে,  লোকসভা ভোট থেকে শিক্ষা নিয়ে দিল্লিতে আর জোট করতে চাইছে না আপ। তাই রাখঢাক না রেখেই কেজরি জানিয়ে দিয়েছেন, শুধু কংগ্রেসই নয়, ইন্ডিয়া শিবিরের কোনও শরিকের সঙ্গে রাজধানীর ভোটে জোট হচ্ছে না। 
সম্প্রতি পদযাত্রার সময় কেজরিওয়ালকে লক্ষ্য করে ‘তরল’ ছুড়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয় রাজধানীর রাজনৈতিক মহলে। এদিন সেই ইস্যু তুলে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন কেজরি। বলেন, আমি ভেবেছিলাম, অমিত শাহ নিশ্চয়ই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে উদ্যোগী হবেন। কিন্তু, পদযাত্রার মধ্যেই আমার উপর তরল ছোড়া হল। তাতে বড়সড় ক্ষতিও হতে পারত। 
 এদিকে, বিধানসভা ভোটের আগে দিল্লিতে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করছে বিজেপি। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে এই কর্মসূচি। দলের প্রচার কমিটির আহ্বায়ক সতীশ উপাধ্যায় জানিয়েছেন, দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই একসঙ্গে পরিবর্তন যাত্রা শুরু হবে। ২০ ডিসেম্বর পর্যন্ত সমস্ত বিধানসভা কেন্দ্রে ওই কর্মসূচি চলবে। জানা গিয়েছে, বিভিন্ন ধর্মীয় স্থান থেকে সকাল ১০টায় পরিবর্তন যাত্রা শুরু হবে। এতে বিজেপির শীর্ষস্থানীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরা অংশ নেবেন। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা