দেশ

কমপক্ষে তিনটি করে সন্তান চাই, সওয়াল সঙ্ঘ প্রধানের

মুম্বই: জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিজেপির সঙ্গে আরএসএসের মতপার্থক্য সামনে চলে এল। জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করে থাকেন বিজেপি নেতারা। এমনকী চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশের সময় ক্রমবর্ধমান জনসংখ্যার বিরূপ প্রভাব পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরইমধ্যে রবিবার সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বললেন,   দুইয়ের বেশি সন্তানের জন্ম না দিলে সমাজ ও সংসারের পতন অনিবার্য। তাই তিনি দম্পতিদের কমপক্ষে তিনটি করে সন্তানের জন্ম দেওয়ার আর্জি জানিয়েছেন। ভাগবতের মন্তব্য সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে আরজেডি। দলের নেতা মৃত্যঞ্জয় তিওয়ারি বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিজেপি নেতারা প্রায়ই লম্বাচওড়া বক্তৃতা দেন। এখন আরএসএস প্রধান জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল করছেন। বিজেপি এবং আরএসএস আগে তাদের মতবিরোধ ঠিক করুক।’ ভাগবতের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিহারে বিজেপির জোটসঙ্গী জেডিইউ। দলের মুখপাত্র অরবিন্দ নিষাদ বলেন, ‘যে সমস্ত বিজেপি নেতা নিয়মিত জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন, এই মন্তব্যের আগে তাঁদের সঙ্গে আরএসএস প্রধানের আলোচনা করা উচিত।’  
এদিন নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেন, ‘জনসংখ্যা কমে যাওয়া বাস্তবিকই চিন্তার বিষয়। আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের মত, জন্মহার ২.১ এর নীচে নেমে গেল কোনও জাতি বিলুপ্তির পথে চলে যায়। বিলুপ্তির জন্য সেই জাতির কোনও বাইরের বিপদের প্রয়োজন হয় না। নিজে থেকেই তা অদৃশ্য হয়ে যায়।’ তাঁর মতের সপক্ষে ভারতের জনসংখ্যা নীতি তুলে ধরেছেন ভাগবত। তিনি বলেন, ‘১৯৯৮ এবং ২০০২ সালে ভারতের জনসংখ্যা নীতি তৈরি করা হয়। তাতে স্পষ্ট করে বলা হয়েছে, এই জন্মহার কখনওই ২.১-এর কম হলে চলবে না। তবে কেউ তো আর ভগ্নাংশে শিশুর জন্ম দিতে পারে না। তাই পরিবার পিছু কমপক্ষে তিনটি শিশুর জন্মদান প্রয়োজন।’ কোনও সম্প্রদায়ের নাম না করলেও হিন্দুদের জন্যই ভাগবত এই বার্তা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা