খেলা

নেটে গোলাপি বলে বুমরাহকে খেলে জোর মহড়া কোহলির

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচে খেললেন না বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহ। তাহলে কি দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছে? নাকি তাঁরা পুরোপুরি ফিট নন? সমর্থকদের এমন সব জল্পনা উড়িয়ে ক্যানবেরার মানুকা ওভালের নেটে ব্যাট হাতে নেমে পড়লেন ভিকে। উল্টোদিকে বোলার যশপ্রীত বুমরাহ। সত্যিই তো, যখন বিশ্বের সেরা বোলারকে খেলার সুযোগ রয়েছে তখন অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে সময় নষ্ট করে লাভ কী? তাছাড়া পারথে প্রথম টেস্টে অপরাজিত শতরান হাঁকিয়ে দুর্দান্ত ছন্দে বিরাট কোহলি। তাঁর ম্যাচ প্র্যাকটিসের তেমন দরকার নেই।
পারথ টেস্টে ভারতের জয়ের নায়ক বুমরাহ। তাঁর আগুনে বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁ‌ড়া঩তেই পারেননি অজি ব্যাটাররা। প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানেই গুটিয়ে যায় হোম টিম। ১৮ ওভারে মাত্র ৩০ রান খরচ করে বুমরাহ একাই পাঁচ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও বুমবুমের সংগ্রহ তিনটি উইকেট। তাই বিরাট কোহলি বুঝে গিয়েছেন, বুমরাহকে সামলাতে পারলেই সিংহভাগ প্রস্তুতি সারা। তবে সতীর্থ হওয়ায় নেটে বিরাটকে কোনও ছাড় দেননি তারকা পেসার। একের পর এক ইনসুইং, আউটসুইং, ইয়র্কার, বাউন্সারে তারকা ব্যাটারের রীতিমতো পরীক্ষা নিলেন তিনি। তবে বিরাটও যে ‘কিং কোহলি’! ভয়ঙ্কর সব ডেলিভারিগুলিকে মাঝব্যাটে ডিফেন্স করে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিলেন ভিকে। দু’জনের এই নেট সেশনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অনুরাগীরা। 
অস্ট্রেলিয়া সফর শুরুর আগে বিরাটের ফর্ম নিয়ে চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ পাঁচ বছরে টেস্টে মাত্র দু’টি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। কিন্তু তারকারা যে ব‌ড় মঞ্চেই জ্বলে ওঠেন! পারথ টেস্টে প্রথম ইনিংসে দ্রুত ফিরলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান হাঁকান বিরাট। ১৪৩ বলে তাঁর অপরাজিত ১০০ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কায়। এই ফর্ম গোলাপি বলের টেস্টেও নিশ্চিতভাবে ধরে রাখতে চাইবেন কোহলি। তাছাড়া ২০২০ সালে এই অ্যাডিলেডেই গোলপি বলের টেস্টে ৩৬ রানে অলআউটের লজ্জা হজম করতে হয়েছিল বিরাটদের। সেই অপমানের বদলা এবার নিতে মরিয়া ভারতীয় মহাতারকা।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা