খেলা

কাসিমভদের অনুপস্থিতিতে চাপে মহমেডান স্পোর্টিং

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পাঁচ ম্যাচে চারটি হার। আইএসএলে ভালো শুরু করেও প্রবল চাপে মহমেডান স্পোর্টিং। সোমবার অ্যাওয়ে ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান কোচ। তবে পরিস্থিতি বেশ কঠিন। কার্ড সমস্যায় দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার কাসিমভ আর আলেক্সিসকে পাচ্ছেন না চেরনিশভ। চলতি মরশুমে সাদা-কালো ব্রিগেডের জোড়া ফুসফুস এই দুই বিদেশি। তাঁরা না থাকায় মাঝমাঠ সাজাতে মাথার ঘাম পায়ে ফেলছেন চেরনিশভ। ব্লকারের ভূমিকায় অনবদ্য কাসিমভ। পাশাপাশি বল ডিসট্রিবিউশনের দায়িত্বে থাকেন আলেক্সিস। তাঁদের ঘাটতি মেটানো বড় চ্যালেঞ্জ। মহম্মদ বা অমরজিৎ কতটা রুখতে পারবেন বিপক্ষের জাভিকে, ম্যাচের ভাগ্য তার উপর অনেকটাই নির্ভর করবে। পাশাপাশি স্টপার আদজাও অনিশ্চিত। ম্যাচের দিন সকালে তাঁর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রুশ কোচ। তবে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের মন্তব্য, ‘ফুটবলাররা লড়তে তৈরি।’
এদিকে ঘরের মাঠে ম্যাচ জিততে মুখিয়ে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে তারা। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মহমেডান স্পোর্টিং। ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা