খেলা

ম্যান সিটি’কে হারিয়ে শীর্ষেই লিভারপুল

লন্ডন: দুঃসময় চলছেই নীল ম্যাঞ্চেস্টারের। রবিবার ইপিএলে টানা হারের হ্যাটট্রিক করল ম্যান সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয় অধরা পেপ গুয়ার্দিওলা বাহিনীর। তার মধ্যে পরাজয় ছ’টিতেই। এদিন লিভারপুল ২-০ ব্যবধানে হারাল তাদের। গত দু’বছরে এই প্রথম ম্যান সিটি’র বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল লাল জার্সিধারীরা। ১২ মিনিটে কোডি গাকপো এগিয়ে দেন (১-০)। ৭৮ মিনিটে ‘দ্য রেডস’ পায় দ্বিতীয় গোল। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মহম্মদ সালাহ (২-০)। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। ১৩ ম্যাচে তাদের পকেটে ৩৪ পয়েন্ট। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ২৩ পয়েন্টেই রইল ম্যান সিটি। গোলপার্থক্যের বিচারে ব্রাইটনের চেয়ে একধাপ পিছনে, পাঁচ নম্বরে রয়েছেন হাল্যান্ড, ফডেনরা। এক নম্বরে থাকা লিভারপুলের থেকে ম্যান সিটি এখন ১১ পয়েন্টের দূরত্বে। এই পরাজয়ে আরও চাপে পড়লেন গুয়ার্দিওলা। কোচিং কেরিয়ারে এই প্রথম টানা সাত ম্যাচে জিততে ব্যর্থ তাঁর দল।
এদিকে, কোচ রুবেন আমোরিমের প্রশিক্ষণে প্রিমিয়ার লিগে জয়ের খাতা খুলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এভার্টনকে চার গোলের মালা পরালেন ব্রুনো ফার্নান্ডেজরা। ম্যান ইউয়ের হয়ে জোড়া গোল যথাক্রমে মার্কাস র‌্যাশফোর্ড ও জোশুয়া জির্কজির। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এল আমোরিম-ব্রিগেড। রবিবার অপর ম্যাচে সহজ জয় তুলে নিল চেলসি। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারাল তারা। বিজয়ী দলের হয়ে জাল কাঁপান যথাক্রমে নিকোলাস জ্যাকসন, এনজো ফার্নান্ডেজ ও কোল পামার। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থান ধরে রাখল চেলসি। 
শনিবার বড় জয় পেয়েছে আর্সেনালও। অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে হারায় মিকেল আর্তেতা ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধেই আসে সব গোল। গানারদের হয়ে জাল কাঁপান যথাক্রমে গ্যাব্রিয়েল মাগালহেস, লিয়ান্ড্রো ত্রোসার্ড, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্ট ও বুকায়ো সাকা। ওয়েস্ট হ্যামের দুই গোলদাতা অ্যারন ওয়ান-বিসাকা ও এমেরসন পালমেইরি। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা