খেলা

মোহন বাগানের প্রাণভোমরা স্টুয়ার্ট

সত্যজিৎ চ্যাটার্জি: ২০২১-২০২২ ফুটবল মরশুম। প্রথম দর্শনেই মন জিতে নিয়েছিল গ্রেগ স্টুয়ার্ট। সেবার জামশেদপুর এফসি’র হয়ে ফুল ফোটায় গ্রেগ। ও কত বড় মাপের ফুটবলার সময় গড়ানোর সঙ্গেই তা বারবার প্রমাণিত। এককথায় গেম চেঞ্জার। শনিবার ৮৫ মিনিটে মাঠে নেমে চেন্নাইয়ানকে এফোঁড়-ওফোঁড় করে দিল স্টুয়ার্ট। জেসন কামিংস লক্ষ্যভেদ করলেও ম্যাচের নায়ক এই স্কটিশ মিডিও। খেলা তৈরির বিচারে চলতি আইএসএলে স্টুয়ার্টই সেরা। অন্য সব দলের বিদেশিদের কথা মাথায় রেখে দায়িত্ব নিয়েই তা বলছি। অন্যদের সঙ্গে ওর পার্থক্য দিনের আলোর মতো স্পষ্ট। স্টুয়ার্ট মোহন বাগানের প্রাণভোমরা।
কেন এগিয়ে স্টুয়ার্ট? দু’পা প্রায় সমান দক্ষতায় চলে যা আধুনিক ফুটবলে বড় একটা দেখা যায় না। অসাধারণ বডি ব্যালান্স। অহেতুক বল হোল্ড করার প্রবণতা নেই। বরং পাসিংয়ে সময়জ্ঞান নিখুঁত। কোন পাস কাকে দিলে তা বিপজ্জনকতম হবে ওর চেয়ে ভালো কেউ জানে না। সবচেয়ে বড় কথা দুটো উইংয়ে সুইচ করতে পারে। খেলায় আলাদা সৌন্দর্য রয়েছে। ব্যাক পাস বা স্কোয়ার পাসের বদলে সামনের দিকে বল বাড়ানোর ক্ষমতা স্টুয়ার্টকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। স্কটিশ ফুটবলাররা সাধারণত টাফ ফুটবল খেলেন। এক্ষেত্রেও স্টুয়ার্ট ব্যতিক্রমী। বিলুপ্তপ্রায় সোলো রান, থ্রু পাস বাড়ানোর দক্ষতা স্টুয়ার্টের সেরা অস্ত্র। ক্রমাগত শাফল করতে থাকায় ওকে জোনাল মার্ক করা মুশকিল। এমন ফুটবলার যে কোনও দলের সম্পদ। পাশাপাশি জেসন কামিংসও প্রশংসার দাবি রাখে। পাঠক চেন্নাইয়ানের বিরুদ্ধে অজি ফুটবলারের জাল কাঁপানোর মুহূর্ত মনে করুন। স্টুয়ার্টের পাস রিসিভ করার পর এক মুহূর্ত দেরি করেনি। স্ন্যাপ শট জালে আছড়ে পড়ে। পেরিফেরাল ভিশন দারুণ।  রুমালের মতো এক চিলতে জায়গায় ছোট্ট ইনসুইং মিশিয়ে বল জায়গায় রাখা সত্যিই কৃতিত্বের। ছ’গজের বক্সে কামিংস সত্যিই গোলের গন্ধ পায়। 
দুরন্ত জয়ে তরতরিয়ে এগচ্ছে পালতোলা নৌকো। তবে দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে মোটেও খুশি নই। গতবারের ফর্মের ধারকাছে নেই। ফিটনেসেও ঘাটতি রয়েছে। সেই সমস্যা দ্রুত মেটাতে হবে। পেত্রাতোস বড় মাপের ফুটবলার। প্রত্যাশা অনুযায়ী যোগ্য সঙ্গত করতে পারলে আরও ধারালো হবে মোহন বাগান।  রোজ রোজ স্টুয়ার্ট জ্বলে উঠবে তা ভাবা অবাস্তব। বরং দিমিকে আরও দায়িত্ব নিতে হবে। এমনিতে ধারে-ভারে অনেক এগিয়ে মোহন বাগান। নিজেরা বড় ভুল না করলে এবারও লিগ-শিল্ড জয়ের অন্যতম দাবিদার আমরা। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা