খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির জটিলতা কাটানোই লক্ষ্য জয় শাহর

নয়াদিল্লি: গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। রবিবার সরকারিভাবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। এমন একটা সময় তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষপদে বসলেন, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে জোর টক্কর। পাকিস্তান কোনওভাবেই ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি নয়। আবার বিসিসিআইও সাফ জানিয়ে দিয়েছে, কোনওমতেই পাকিস্তানে দল পাঠানো হবে না। 
সমস্যা মেটাতে জরুরি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু তাতে সুরাহা হয়নি। একটা সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি’কে প্রস্তাব দিয়েছিল, ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করার। না হলে তারাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে বলে হুমকি দিচ্ছিল। কিন্তু সেটা যে লোক দেখানো ও চাপ বাড়ানোর কৌশল, তা বুঝতে দেরি হয়নি। পিসিবি জানে, চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে শাস্তির মুখে পড়তে হবে। বিপুল আর্থিক ক্ষতি হবে। তা সামলে ওঠা সম্ভব হবে না। তাই হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট করার প্রস্তাব পাকিস্তান মেনে নিতে পারে বলে খবর। খুব সম্ভবত, দুবাইয়ে হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সেক্ষেত্রে আগামী দিনে ভারতে যে সব আইসিসি টুর্নামেন্ট হবে, সেগুলিও হাইব্রিড মডেলে করার প্রস্তাবে অনড় থাকবে পিসিবি। অর্থাৎ, ভারতেও কোনও প্রতিযোগিতা খেলতে তারা আসবে না। এখন দেখার, জয় শাহর নেতৃত্বে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। 
এদিকে, দায়িত্ব নিয়ে জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন যে, টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলাই তাঁর প্রধান উদ্দেশ্য। ক্রিকেটপ্রেমীদের আরও বেশি করে মাঠে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী দিনে মহিলাদের ক্রিকেটের উন্নতিতে আইসিসি আরও পদক্ষেপ নেবে ইঙ্গিতও দেন জয় শাহ। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা