খেলা

চ্যাম্পিয়ন সিন্ধু ও লক্ষ্য

লখনউ: রবিবার ভারতীয় ব্যাডমিন্টনে সাফল্যের দিন। দীর্ঘ ট্রফির খরা কাটিয়ে সৈয়দ মোদি শিরোপা ঘরে তুললেন পিভি সিন্ধু। এদিন ওলিম্পিকসে জোড়া পদকজয়ী শাটলার স্ট্রেট গেমে হারান চীনের ওয়াউ লুও ইউ’কে। সার্বিকভাবে এই আসরে  তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৪, ২১-১৬। ওলিম্পিকসের ব্যর্থতা ঝেড়ে সাফল্যের সরণিতে ফিরলেন লক্ষ্য সেনও। ফাইনালে সিঙ্গাপুরের জিয়া হেং জাসন থে’কে ২১-৬, ২১-৭ ব্যবধানে বশ মানান তিনি। পাশাপাশি, মহিলাদের ডাবলসেও ভারতের জয়জয়কার। চ্যাম্পিয়ন হলেন ত্রিশা জলি ও গায়েত্রী গোপিচাঁদ। তাঁদের জুটি ফাইনালে ২১-১৮, ২১-১১ গেমে হারাল চীনের বাও লি ও লি কিউয়ান জুটিকে। তবে হতাশ হতে হল পুরুষদের ডাবলসের ফাইনালে। শিরোপা নির্ণায়ক ম্যাচে দারুণ লড়াই করেও হার মানলেন পৃথ্বী কৃষ্ণমূর্তি ও সাই প্রতীক। 
চলতি বছরের শুরুতে মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে পৌঁছেও খেতাব জয় অধরা ছিল সিন্ধুর। তারপর ধারাবাহিক ব্যর্থতা আর চোট সঙ্গী হয়েছিল। এর প্রভাব যেমন তারকা শাটলারের র‌্যাঙ্কিংয়ে পড়েছিল তেমনই আত্মবিশ্বাসও ধাক্কা খেয়েছিল। অক্টোবরে ডেনমার্ক ওপেনে তাঁর লড়াই থেমেছিল শেষ আটে। তার আগে ওলিম্পিকসেও হতাশ করেন হায়দরাবাদি। তাই সৈয়দ মোদির এই খেতাব হয়ে উঠল সিন্ধুর ছন্দে ফেরার মঞ্চ। ২০২২ সালের জুলাইয়ে শেষবার শিরোপা জিতেছিলেন তিনি। সেই সিঙ্গাপুর ওপেন জয়ের ২৮ মাস পর ফের ট্রফি এল তাঁর হাতে। হাসি ফোটালেন লক্ষ্য সেনও। প্যারিস গেমসে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল পদক। আশা জাগিয়েও লক্ষ্যপূরণ হয়নি। তাই বছরের শেষে এই জয় খুব গুরুত্বপূর্ণ ২৩ বছর বয়সির কাছে। আগামী মরশুমে যা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।  
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা