দেশ

ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে চাপবে ১০০ শতাংশ শুল্ক, ব্রিকস সদস্য দেশগুলিকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন: আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করা চলবে না। সেই চেষ্টা করলেই ফল ভুগতে হবে। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ। ট্রাম্প জানিয়েছেন, অন্য মুদ্রা ব্যবহার করলেই সংশ্লিষ্ট দেশের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। প্রয়োজনে সেই দেশের সঙ্গে যাবতীয় লেনদেন বন্ধ করে দিতে পারে ওয়াশিংটন। 
অক্টোবরে রাশিয়ার কাজানে বসেছিল ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সম্প্রতি পঞ্চদেশীয় এই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয়েছে মিশর, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি। বৈঠকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারে বিশেষভাবে জোর দেওয়া হয়। একইসঙ্গে সদস্য দেশগুলির মধ্যে ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার বিষয়ে আলোচনা হয়েছিল। এপ্রসঙ্গে বেলজিয়ামের ‘সুইফ্ট ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম’-এর কথা উল্লেখ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরেই ব্রিকসের দেশগুলিকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। সমাজমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, এই কাজ তিনি কিছুতেই চুপচাপ বসে দেখবেন না। ট্রাম্পের বার্তা, ‘মার্কিন ডলার থেকে সরে আসার চিন্তাভাবনা করছে ব্রিকসের সদস্য দেশগুলি।  তা দাঁড়িয়ে দেখার দিন শেষ। ওই দেশগুলিকে কথা দিতে হবে, নতুন ব্রিকস মুদ্রা তারা তৈরি করবে না। একইসঙ্গে কোনও সদস্য দেশকে শক্তিশালী মার্কিন ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহারে উৎসাহ দেবে না। এমনটা করলে সেই দেশের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। একইসঙ্গে আমেরিকার বাজারকেও ভুলে যেতে হবে।’ ট্রাম্প আরও বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারকে কখনই টেক্কা দিতে পারবে না ব্রিকসের মুদ্রা। কোনও দেশ সেই চেষ্টা করলে তাকে বিদায় জানাবে আমেরিকা।’ 
ব্রিকসের বৈঠকে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহারের নীতিকে সমর্থন করেনি ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, এই বিষয়টি ভারতের আর্থিক নীতির অংশ নয়।
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা