দেশ

কেন্দ্রের নয়া ফরমানে বিপাকে শিক্ষক প্রশিক্ষণের কলেজগুলি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লক্ষ্য, নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারতে’র স্লোগান সফল করা। আর তার জন্য  আপলোড করতে হবে যাবতীয় তথ্য। দিতে হবে ২৯ রকমের নথি। স্পষ্ট ভাষায় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান তথা ডিএলএড এবং বিএড কলেজগুলিকে নির্দেশ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)র। কিন্তু এই নির্দেশের জেরে ভবিষ্যৎ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি কলেজগুলি পড়েছে ফাঁপরে। ১০ ডিসেম্বরের মধ্যে যেসব নথি এনসিটিই’র ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে, তা দেওয়া প্রায় অসম্ভব বলেই কলেজ মালিকদের মত। ফলে কেন্দ্রের এই নয়া ফরমানে কি বন্ধ হয়ে যেতে পারে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি? সেক্ষেত্রে চাকরি হারানোর শঙ্কা প্রায় দেড় লক্ষ শিক্ষকের। 
শিক্ষক হতে গেলে আবশ্যিক দু বছরের প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণ দেওয়ার জন্য ঩গোটা দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) এবং বিএড কলেজ রয়েছে ১৩ হাজার ৭১টি। পশ্চিমবঙ্গে ১ হাজার ২৮০টি। এক একটি কলেজে শিক্ষকতার চাকরি করেন গড়ে ৯-১০ জন। প্রশিক্ষণ দেন ভবিষ্যৎ শিক্ষকদের। ফলে কেন্দ্রের নয়া ফরমানে তাঁদের চাকরির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে চলেছে।এনসিটিই অবশ্য বলেছে, প্রকৃতই কলেজ চলছে কি না, তা দেখার জন্যই ওই ফরমান। সেই কারণেই গত দুই অর্থবর্ষের (২০২১-২২ এবং ২০২২-২৩) তথ্য চাওয়া হয়েছে। এনসিটিইর চেয়ারম্যান অধ্যাপক পঙ্কজ অরোরার বক্তব্য, জাতীয় শিক্ষা নীতি ২০২০ আর প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির বিকশিত ভারত সফল করতেই এই উদ্যোগ। তার জন্যই এই পারফরমেন্স অ্যাপরাইজাল রিপোর্ট (পার)। 
এই ‘পারে’র নির্দেশ পার করতে ডিএলএড এবং বিএড কলেজগুলিকে  কী কী নথি দিতে হবে? এনসিটিই সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রেশন সহ এটি লাভজনক সংস্থা নয়, এমন শংসাপত্র দিতে হবে। ডিএলএডের ক্ষেত্রে ৩৭ কাটা  এবং বিএডের জন্য ৪৪ কাটা জমির ওপর কলেজ গড়া হয়েছে কি না, সেই তথ্য দিতে হবে। আপলোড করতে হবে ছবি। মিউটেশন সার্টিফিকেট। কলেজ বাড়িটি নিরাপদ কি না, জানাতে হবে। বার্ষিক আয়-ব্যয়ের হিসেব সহ শিক্ষকদের আধার-প্যানের বিস্তারিতও বলতে হবে। আপলোড করার শেষদিন ১০ ডিসেম্বর। কিন্তু এই সময়ের মধ্যে যাবতীয় তথ্য আপলোড করা প্রায় অসম্ভব বলেই কলেজ মালিকদের অভিযোগ। প্রধান কারণ, এনসিটিইর মন্থর গতির ওয়েবসাইট। এছাড়া কলেজ থাকতে গেলে জমির যে মাপ দেওয়া হয়েছে, তা অনেক ক্ষেত্রেই নেই। এখন নতুন নির্দেশে তৈরি হয়েছে জটিলতা। বাড়ছে অশ্চিয়তা।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা