দেশ

তেলেঙ্গানায় পুলিসের সঙ্গে সংঘর্ষ, হত ৭ মাওবাদী

হায়দরাবাদ: ছত্তিশগড়ের পর তেলেঙ্গানা। মাওবাদীদের বিরুদ্ধে ফের সাফল্য পেল পুলিস। রবিবার ভোরে মুলুগুতে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে সাতজন মাওবাদীর। নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের অন্যতম নেতা বদ্রু ওরফে কুরসাম মাঙ্গু। তাঁকে পাপান্না নামেও ডাকা হতো। পুলিস জানিয়েছে, ৩৫ বছরের ওই মাওবাদী নেতা তেলেঙ্গানার ইয়েলান্দু-নরসামপেটের এরিয়া কমিটির সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য ছিলেন।  মাওবাদীদের দেহের পাশ থেকে দু’টি একে-৪৭, জি থ্রি এবং ইনসাস রাইফেল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিস। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ গোপন সূত্রে মুলুগু জেলার চালপাকা অরণ্যের মাওবাদীদের জড়ো হওয়ার খবর পায় পুলিস। সেইমতো অভিযানে নামে মাওবাদী দমনে পারদর্শী ‘গ্রেহাউন্ড’ বাহিনী। বাহিনীর তরফে মাওবাদীদের আত্মসমর্পণ করতে বলা হলেও কর্ণপাত করেনি তারা। উল্টে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয় সাত মাওবাদী। গত ২১ নভেম্বর মুলুগুতে দুই গ্রামাবাসীকে পুলিসের চর সন্দেহে হত্যা করেছিল মাওবাদীরা। ওই ঘটনায় এদিনের নিহত মাওবাদীরা যুক্ত কি না, তদন্ত করে দেখছে পুলিস। 
গত ২৩ নভেম্বর ছত্তিশগড়ের সুকমায় পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১০ জন মাওবাদীর। ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার লক্ষ্য নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই টার্গেট পূরণে আরও একধাপ এগল পুলিস ও নিরাপত্তা বাহিনী।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা