রাজ্য

ভিনরাজ্যে আলু পাঠিয়ে লাভ করতে চাওয়া হিমঘর ও ব্যবসায়ীদের চিহ্নিত করছে রাজ্য

সুখেন্দু পাল, বর্ধমান: হিমঘর মালিক ও বড় ব্য‌বসায়ীদের একাংশ ভিনরাজ্যে আলু পাঠিয়ে ফায়দা তুলতে চাইছে। তারা বিভিন্ন কৌশলে বাইরে আলু পাঠানোর পরিকল্পনা করেছে। আসানসোলে ঝাড়খণ্ড বর্ডারে পুলিস আলুভর্তি ট্রাক আটক করেছে। পলিথিন ব্যাগে আলু নিয়ে যাওয়া হচ্ছিল। রাজ্য সরকার সেই ব্যবসায়ী এবং স্টোর মালিকদের চিহ্নিত করেছে। সরকারের নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, আবহাওয়া প্রতিকূল থাকায় উৎপাদন মার খেয়েছিল। হিমঘরগুলিতে কম আলু কম লোড হয়েছিল। এই পরিস্থিতিতে পাইকারি হারে ভিন রাজ্যে আলু গেলে বাংলায় টান পড়বে। এই আশঙ্কায় কিছুদিন আগে আলু রপ্তানির উপর রাজ্য সরকার নিয়ন্ত্রণ এনেছিল। প্রতিবাদে আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দেয়। তলে তলে মদত দেয় হিমঘর মালিকদের একাংশ। কারণ এবার বড় ব্যবসায়ী ও হিমঘর মালিকরাই বেশি আলু রেখেছেন বলে শোনা যাচ্ছে। বাইরে না পাঠালে আলু শেষে ফেলে দিতে হবে, এই বলে সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়। রাজ্য সরকার নিয়ন্ত্রিতভাবে ভিনরাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দেয়। কিন্তু ‘ডানা’র কারণে কাঁচা আলু উঠতে দেরি হবে। এই পরিস্থিতিতে হিমঘরে মজুত আলুর পরিমাণ কমে আসায় সরকার ফের ভিনরাজ্যে আলু পাঠানোয় কড়াকড়ি করেছে।  
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্য রাজ্যে আলু যাওয়া বন্ধ না করলে বাংলায় দাম আরও চড়া হবে। তাই ভিনরাজ্যে আলু পাঠানো নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু  সরকারকে চাপে রাখতে ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে ফের ধর্মঘটের ডাক দিয়েছেন। 
শাসকদলের দাবি, ধর্মঘটের পিছনে বিরোধীদের উসকানি রয়েছে। যদিও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল বলেন, আমরা সবসময় সরকারকে সহযোগিতা করি। কিন্তু সরকার ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যবসায়ীরা সেটা না জেনেই হিমঘর থেকে ট্রাকে আলু লোড করেছেন। ট্রাক আটকে দেওয়ায় আলু নষ্ট হওয়ার জোগাড় হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে রাজ্য সরকার তদন্ত করে জানতে পেরেছে, অম্বিকা কালনায় একটি হিমঘরে ৪০হাজার প্যাকেট আলু রয়েছে। তারমধ্যে স্টোর মালিকেরই ২০হাজার প্যাকেট। আর একটি স্টোরে ৭৫হাজার প্যাকেট আলু রয়েছে। তারমধ্যে ৪৫হাজার প্যাকেট স্টোর মালিকের। চন্দ্রকোণা টাউনে একটি স্টোরের ৮০হাজার প্যাকেট আলুর মধ্যে ৩০হাজার প্যাকেট স্টোর মালিকের। শালবনীর একটি স্টোরে এক লক্ষ ৩০হাজার প্যাকেট ব্যবসায়ীদের আলু রয়েছে। আমলোগড়া স্টোরে এক লক্ষ প্যাকেট আলু মজুত আছে। বাঁকুড়ার কোতুলপুরে একটি স্টোরে ৯৮হাজার অন্য আরেকটি স্টোরে প্রায় ৫০হাজার প্যাকেট আলু রয়েছে। ৩০নভেম্বর পর্যন্ত আধিকারিকরা এই হিসেব পেয়েছেন।
এবছর আলু চাষ পিছিয়ে গিয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত পুরনো আলুর উপর নির্ভর করতে হবে। এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আলু গেলে বাংলায় দাম দ্বিগুণ হতে পারে। তাই রাজ্য সরকার কড়া পদক্ষেপ করতে চাইছে। কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যবাসী যাতে ন্যায্যমূল্যে আলু পান তারজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মানুষের কথা ভেবে নিশ্চয়ই ব্যবসায়ীরা সহযোগিতা করবেন। তবে আমজনতার স্বার্থে আঘাত লাগলে রাজ্য সরকার কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
4h 4m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা