বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ধর্ষণ-বিরোধী কড়া আইনের দাবিতে এবার ডাক্তারদের পথে নামার ডাক অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ধর্ষণ রুখতে কঠোর আইন প্রণয়নই একমাত্র পথ। আর জি কর-কাণ্ডের পর থেকে এই বক্তব্য জানিয়ে আসছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই অবস্থান আবারও স্পষ্ট করে দিলেন তিনি। সেই সঙ্গে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতে ডাক্তারদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন আমতলায় চিকিৎসকদের সম্মেলনে যোগ দিয়ে অভিষেক বলেন, ‘ধর্ষণের মতো সামাজিক ব্যাধি ঠেকাতে আইন আনতেই হবে। তার জন্য বৃহত্তর আন্দোলন দরকার। চিকিৎসকদের এবার রাস্তায় নেমে এই দাবি আদায় করতে হবে।’ সম্মেলন থেকে নিজের লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ নামে দুয়ারে স্বাস্থ্য শিবির কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মাধ্যমে ২৩ লক্ষ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি বিধানসভা এলাকায় ১০দিন করে হবে স্বাস্থ্য শিবির। ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই শিবির। এপ্রিল মাসে কলকাতায় পাঁচ হাজার ডাক্তারকে নিয়েও একটি কনভেনশন করার কথাও জানিয়েছেন অভিষেক। 
এদিন বক্তব্যের আগাগোড়াই কেন্দ্রে ধর্ষণ বিরোধী বিল আনার উপর জোর দিয়ে গিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে। তারপর সেটি রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে। অভিষেক বলেন, ‘রাষ্ট্রপতি সই না করলে আমি লোকসভায় প্রাইভেট মেম্বার বিল আনব।’ আর জি কর-কাণ্ডের প্রতিবাদে যাঁরা আন্দোলনে নেমেছিলেন, তাঁরা কেন এ সংক্রান্ত আইন নিয়ে একটা কথাও বললেন  না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অভিষেক। ওয়াকিবহাল মহলের মতে, এই ইস্যুতে ডাক্তারদেরই আন্দোলনের আহ্বান জানিয়ে অভিষের সুকৌশলে পাল্টা চাপ তৈরি করলেন। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের নাম না করে এদিন তিনি বলেন, ‘ওরা অর্ডিন্যান্স করে দিল্লির সরকারের ক্ষমতা খর্ব করতে পারে, ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী বিল আনতে পারে না কেন? কেন এই গড়িমসি?’ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘আসলে বিজেপির অর্ধেক নেতাই ধর্ষণ-খুনে অভিযুক্তষ। তাই এই আইন হলে ওরাই আগে জেলে যাবে।’ 
রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের মারধরের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানান তিনি। এমন কিছু ঘটলে তিনি আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে চিকিৎসকদের টানা কর্মবিরতির জেরে একাধিক মৃত্যু নিয়ে অভিষেকের সাফ বক্তব্য, ‘এটা এক প্রকার অপরাধ।’  - নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা