রাজ্য

জগদীশচন্দ্র বসুর বাবার উদ্যোগে ডুয়ার্সে চালু হয়েছিল চা বাগান

ব্রতীন দাস, জলপাইগুড়ি: সালটা ১৮৭৯। তখন জলপাইগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বাবা ভগবানচন্দ্র বসু। ব্রিটিশদের পাশাপাশি ডুয়ার্সে চা বাগান করতে যাতে দেশীয় উদ্যোগপতিরাও এগিয়ে আসেন, সে ব্যাপারে বিশেষ আগ্রহী হন তিনি। মূলত তাঁরই পৃষ্ঠপোষকতায় বানারহাটে পত্তন হয় মোগলকাটা চা বাগানের। যার পোশাকি নাম হয় জলপাইগুড়ি টি কোম্পানি লিমিটেড। শুধু একটি বাগান নয়, ভগবানচন্দ্র বসুর উদ্যোগে চায়ের ব্যবসায় এগিয়ে আসেন তারিণীপ্রসাদ রায়, গোপালচন্দ্র ঘোষের মতো একের পর এক দেশীয় উদ্যোগপতি। ডুয়ার্স চায়ের দেড়শো বছর উদযাপনে তাই স্বাভাবিকভাবেই উঠে এল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বাবার প্রসঙ্গ। তাঁর অবদান নতুন করে লিপিবদ্ধ হল জলপাইগুড়ির চা শিল্পের ইতিহাসে। উদ্যোক্তা জেলার ক্ষুদ্র চা চাষি সমিতি। 
সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তীর কথায়, ১৮৭৪ সালে ডুয়ার্সের বুকে প্রথম চা বাগান পত্তন করেছিলেন বুরহাম সাহেব। গজলডোবায় তৈরি হওয়া সেই বাগানের প্রথম ম্যানেজার ছিলেন রিচার্ড হাউটন। ওই বাগান আজ আর নেই। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বাবার উদ্যোগে একাধিক চা বাগান পত্তন হয়। সেই ইতিহাস আমরা মলাটবন্দি করেছি। 
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন বিভাগীয় প্রধান আনন্দগোপাল ঘোষ বলেন, জগদীশচন্দ্র বসুর বাবা ভগবানচন্দ্র বসু ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন স্থানীয় উদ্যোগপতিদের চা বাগান তৈরিতে বিশেষ উৎসাহ দিয়েছিলেন। শুধু তাই নয়, স্কটল্যান্ডের সাহেবদের সঙ্গে তাঁরা যাতে পাল্লা দিয়ে চায়ের ব্যবসা করতে পারেন, সেজন্য জমি লিজ দেওয়া থেকে সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন তিনি। ডুয়ার্স চায়ের দেড়শো বছরের ইতিহাসে তাঁর সেই অবদান ভোলার নয়। 
১৮৭৪ সালে গজলডোবায় প্রথম চা বাগান তৈরির পরই একের পর এক বাগান পত্তন হতে থাকে। ১৮৭৬ সালে ফুলবাড়ি, গজলডোবা, বাগরাকোট, ডালিমকোট ও রাঙ্গাতি ছ’টি বাগানে অনুদান দেওয়া হয়। ১৮৭৭ সালে জমির গ্রান্ট পান মুন্সি রহিম বক্স। পরের আরও একজন ভারতীয় নাম লেখান চা ব্যবসায়। তিনি বিহারীলাল গঙ্গোপাধ্যায়। ১৮৭৮ সালে গ্রান্ট পায় কলাবাড়ি চা বাগান। পরে ওই বাগান চলে যায় বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের হাতে। অনেক পরে তা আসে তারিণীপ্রসাদ রায়ের কাছে। ১৮৭৮ সালে শুরু হয় গুডহোপ, রানিচেরা, মানাবাড়ি, বালাবাড়ি, আলতাডাঙা, মানিহোপ, চায়েল ও বাতাবাড়ি চা বাগানের পথ চলা। ১৮৭৯ সালে জগদীশচন্দ্র বসুর বাবার অনুপ্রেরণায় তৈরি হয় রূপনী, সুনগাছি, বামনডাঙা, ওয়াশাবাড়ি, নাগরাকাটা, এলেনবাড়ির মতো চা বাগান। ততদিনে তিস্তার পাড় ছেড়ে চা বাগিচা পৌঁছে গিয়েছে ভুটানের কোলে নাগরাকাটায়। ১৮৮২ সালে ক্রান্তির চ্যাংমারি এলাকায় তৈরি হয় ক্যারন চা বাগান। ওই বছরেই ভারতীয় উদ্যোগে প্রতিষ্ঠা হয় নর্দান বেঙ্গল টি কর্পোরেশন, বাগানের নাম নিদাম। জে এফ গ্রুনিং সাহেবের দেওয়া পরিসংখ্যান থেকে জানা যায়, ১৮৭৬ সালে জলপাইগুড়িতে যেখানে ১৩টি চা বাগান ছিল, ১৯০৭ সালে তা এসে দাঁড়ায় ১৮০টি। পরে যদিও নানা কারণে কমতে থাকে বাগানের সংখ্যা। 
4h 4m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা