বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

মেঘলা আকাশ থাকলেও আজ কমবে বৃষ্টি, সোমবার আবহাওয়ার উন্নতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে তামিলনাড়ু-পণ্ডিচেরি উপকূলে আছড়ে পড়ল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘ফেনজাল’। এর কোনও সরাসরি প্রভাব বাংলায় পড়েনি। কিন্তু পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন এলাকায়। তাই শনিবার সারাদিন ঝিরঝিরে বৃষ্টি চলে কলকাতা সহ কয়েকটি জেলায়। অসময়ের বৃষ্টি জনজীবনে প্রভাবও ফেলেছে। আজ, রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবারের তুলনায় বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আকাশ মেঘলা থাকতে পারে। উপকূল এলাকায় বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। সোমবার আবহাওয়ার অনেকটা উন্নতি হবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় অনেক দূরে থাকলেও সমুদ্রের উপর বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির পরিবর্তন হয়। 
পুবালি বাতাস থমকে দিয়েছে উত্তুরে হাওয়াকে। তাই সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২১.২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি ছিল। কিন্তু দিনের বেলা মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য সর্বোচ্চ তাপমাত্রা (২২ ডিগ্রি) অনেকটা কমে যায়। এটা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে ৬.৯ ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য ছিল খুবই কম। সর্বোচ্চ তাপমাত্রা কমে যাওয়া ও পুবালি বাতাসের জন্য ‘ছদ্ম’ শীতের অনুভূতি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কমে ফের কলকাতা সহ উপকূল সংলগ্ন এলাকায় শীত ফিরতে কয়েকদিন সময় লাগবে।  আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন, বাতাসে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৭ ডিগ্রির আশপাশে আসতে ৪-৫ ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে। 
শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলাতেই মূলত হাল্কা বৃষ্টিপাত হয়েছে। উপকূলের দূরবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়নি। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সবথেকে বেশি (প্রায় ২০ মিমি) বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ঝাড়গ্রাম, হুগলির মগরাতে প্রায় ১০ মিমি বৃষ্টি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলাতে পুবালি বাতাস সক্রিয় না থাকায় সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কমেনি। পুরুলিয়াতে এদিনও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে ছিল। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা