বিদেশ

‘ভারতের চর’ তকমা দিয়ে মহিলা সাংবাদিককে হেনস্তা

ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এরইমধ্যে পদ্মাপারের দেশে আক্রান্ত মহিলা সাংবাদিক। রাজধানী ঢাকায় চরম হেনস্তার চরম হেনস্তার শিকার হলেন বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহা। শনিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ঢাকার কারওয়ান বাজারে অফিস থেকে বেরনোর সময় তাঁর গাড়ি ঘিরে ধরে বিভোক্ষকারীরা। তাঁকে ‘ভারতীয় চর’ তকমা দিয়ে স্লোগান দেওয়া হয়।  উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এভাবে ঘেরাও ও স্লোগানের মধ্যে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। সাংবাদিককে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় এবং পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিসের কার্যালয়ে (ডিবি) নিয়ে যান পুলিসকর্মীরা। এরইমধ্যে বাংলাদেশের একাধিক গণমাধ্যম দাবি করে, মুন্নি সাহাকে ‘গ্রেপ্তার’ করেছে পুলিস। ওই খবর ঘিরে শোরগোল পড়ে যায়।  যদিও বিষয়টি অস্বীকার করে ঢাকা পুলিস। নিরাপত্তার জন্য সাংবাদিককে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতেই তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জানায় পুলিস। বর্তমানে একটি অনলাইন পোর্টালের সম্পাদক মুন্নি সাহা। সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে। ডিবি পুলিসের কর্তা রেজাউল করিম মল্লিক বলেন, বিক্ষোভের মুখে ওই সাংবাদিক আতঙ্কিত হয়ে পড়েন। পরে সবদিক বিবেচনা করে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে যে মামলা চলছে, সেগুলিতে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা