বিদেশ

পাক সেনার চাপে আন্দোলন প্রত্যাহার করল ইমরানের দল 

ইসলামাবাদ: জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে বিক্ষোভ। পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)-এর এই আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী  ইসলামাবাদ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার ছ’জনের মৃত্যু হয়। ইতিমধ্যে পাঁচ শতাধিক পিটিআই কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পাক পুলিস। তবে মেঘ যতটা গর্জাল ততটা বর্ষাল না। পাক সেনার চাপে বুধবার আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ‘কাপ্তানে’র দল। এজন্য  শাহবাজ শরিফ সরকারের দমন নীতির দিকে আঙুল তুলেছে তারা।  শুরু থেকেই এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের পর থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বুশরার বোন মারিয়ম রিয়াজ ওয়াট্টু। অভিযোগ, ইমরান-পত্নীকে রাস্তা থেকে অপহরণ করা হয়েছে। বর্তমানে কোথায় আছেন বুশরা? এব্যাপারে দল ও বুশরার বোনের পরস্পরবিরোধী বক্তব্যে সংশয় দেখা দিয়েছে। 
ইমরান সমর্থকদের বিক্ষোভের ঘিরে রবিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। সোমবার ইসলামাবাদে পৌঁছয় মিছিল। এরপরেই পুলিস, পাক রেঞ্জার্স ও সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এমনকী দেখামাত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ পর্যন্ত দিয়েছিল পাক সেনা। মঙ্গলবার বিকেলে ডি-চকে শুরু হয় অবস্থান বিক্ষোভ। রাতে সেনা অভিযানের পরই ডি-চক ছেড়ে চলে যান বুশরা বিবি। সঙ্গে ছিলেন খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। 
রবিবার সমর্থকদের বুশরা বলেছিলেন, ‘ইমরানের জেলমুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।’ তবে সেনা মাঠে নামতেই বুধবার আন্দোলন প্রত্যাহারের কথা জানায় পিটিআই। এব্যাপারে এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে গণহত্যার চেষ্টা চালানো হচ্ছে। দেশে রীতিমতো রক্তবন্যা বইছে। প্রতি মুহূর্তে হুমকি দিয়ে চলেছেন অভ্যন্তরীণমন্ত্রী। 
মঙ্গলবার রাত থেকেই ইমরান-পত্নীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবিষয়ে অবশ্য পিটিআইয়ের তথ্য সচিব শেখ ওয়াকাস আক্রমের টুইট, ‘গান্দাপুর আর বুশরা সুরক্ষিত রয়েছেন।’ এর বেশি আর কিছু বলেননি তিনি। পাক সংবাদমাধ্যম জিও নিউজ  জানিয়েছে, আন্দোলন শেষ হতেই গান্দাপুরকে নিয়ে পেশোয়ার চলে যান বুশরা। এই দাবি মানতে নারাজ বুশরার বোন। বুধবার এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি জানান, নিরাপদে থাকলে ও আমায় নিশ্চয়ই খবর দিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলন লক্ষ্যপূরণ করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে দলের অন্দরেই প্রশ্নের মুখে ইমরান-পত্নী। 
আন্দোলন ঠেকাতে ইসলামাবাদের রাস্তায় মোতায়েন আধাসেনা। বুধবার পিটিআইয়ের তোলা ছবি।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা