রাজ্য

৫ দিনে রাজ্যে সাইবার প্রতারণায় গায়েব প্রায় কোটি টাকা! দ্রুত অভিযোগে উদ্ধার ৭৩ লক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সর্বত্র চলছে সাইবার সচেতনতার পাঠ। কোথাও থানার উদ্যোগে, আবার কখনও রাজ্য পুলিসের সোশ্যাল মিডিয়া পেজ মারফত। কিন্তু, সচেতনতা সেই তলানিতেই। রাজ্য পুলিসের তথ্য বলছে, গত পাঁচদিনে সাইবার প্রতারণার শিকার প্রায় এক কোটি টাকা। কলকাতা বাদে বিভিন্ন জেলায় মাত্র ১২০ ঘণ্টায় আম জনতার সঞ্চিত অর্থ গায়েব হয়ে গিয়েছে। এতে উদ্বিগ্ন ভবানী ভবন। 
রাজ্য পুলিস সূত্রের খবর, পুজোর পর থেকেই রাজ্যে ট্যাব প্রতারণার জাল বিস্তার করে। তাতে প্রায় দু’হাজারের বেশি পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে কলকাতা পুলিসের দাবি, এই কাজ সাইবার গ্যাংয়ের নয়, রাজ্য স্কুল শিক্ষাদপ্তরের অন্দরেই এই প্রতারণার জাল বুনেছিল কয়েকজন অসাধু শিক্ষক। একটানা গ্রেপ্তার ও জেরায় মিলেছে সুফল। কিন্তু, তারপরই আচমকা মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার প্রতারণা। মালদহ, কৃষ্ণনগর ও বর্ধমান হল প্রতারকদের ‘টার্গেট জোন’। সূত্রের দাবি, এই সমস্ত এলাকায় সবচেয়ে বেশি প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছে। কোথাও ফোন হ্যাক, কোথাও আবার ‘ডিজিটাল অ্যারেস্টের’ শিকার হচ্ছে মানুষ। 
গতবছরের নভেম্বর থেকে জানুয়ারি—তিনমাসে প্রতারণার হার ছিল সর্বাধিক। তাই এবছর আগাম সতর্ক রাজ্য পুলিস। প্রচারের পাশাপাশি, প্রতারণা-পরবর্তী পদক্ষেপও বাতলে দিচ্ছে তারা। প্রতারিত হওয়ামাত্রই স্থানীয় থানা কিংবা অনলাইনে অভিযোগ জানাতে হবে। পুলিসের দাবি, যত দ্রুত অভিযোগ মিলবে অর্থ উদ্ধারের সুযোগ-সম্ভাবনা তত বেশি। ভবানী ভবন জানিয়েছে, এক কোটি টাকার প্রতারণা হলেও দ্রুত পুলিসের দ্বারস্থ হয়েছেন প্রায় তিন-চতুর্থাংশ অভিযোগকারী। তাতেও ৭৩ লক্ষের মতো টাকা উদ্ধার হয়েছে।  সচেতনতা প্রচারের পরও কেন লাগাতার প্রতারিত হচ্ছে মানুষ? কী ধরনের প্রতারণায় মানুষ বেশি ‘ট্র্যাপড’ হচ্ছে, রহস্যভেদে তদন্তকারীরা তাতেই বেশি জোর দেন। দেখা গিয়েছে, ‘ডিজিটাল অ্যারেস্টেই’ মূল ‘থ্রেট’। প্রতারিত অর্থের প্রায় ৬৮ শতাংশ গিয়েছে 
এই নয়া দানবের গ্রাসে। এজন্য ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়তি সচেতনতা প্রচারে নামছে রাজ্য পুলিস।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা