রাজ্য

পার্থর জামিন মামলা: সুপ্রিম কোর্টের তোপের মুখে ইডি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় বুধবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ বলেছে, স্রেফ পার্থবাবুর মামলাই নয়, আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও তথ্য সহ তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ইডির রেকর্ড অত্যন্ত খারাপ। শুনানিতে ইডিকে বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন করেন, আপনাদের মামলার দোষী সাব্যস্ত হওয়ার হার কত? ৬০-৭০ শতাংশ হলেও বুঝতাম। তা তো নয়। তাহলে দিনের পর দিন অভিযুক্তদের জেলে আটকে রাখার কী মানে? এক্ষেত্রে ট্রায়ালই শুরু হয়নি। ফলে কতদিন আর জামিন আটকে রাখা যায়? প্রত্যেকেই হিউম্যান বিয়িং। তার ওপর উনি (পার্থ চট্টোপাধ্যায়) প্রথমবার এ ধরনের দুর্নীতির অভিযোগে ধরা পড়েছেন। 
তাঁর কথার রেশ টেনে  ইডি’র উদ্দেশে বিচারপতি উজ্জ্বল ভুয়ানের মন্তব্য, দু বছরেরও বেশি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছেন। এরপর যদি দেখা যায়, উনি নির্দোষ, আপনারা দোষ প্রমাণে ব্যর্থ, তখন কী হবে? কে ফেরত দেবে এই দু বছর? প্রশ্নের মুখে পড়ে চুপ করে যান ইডি’র অতিরিক্ত সলিসেটর জেনারেল এস ভি রাজু। আমতা আমতা করে বলেন, উনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন। জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। শিক্ষক নিয়োগে বেআইনি আর্থিক লেনদেনের মামলার জেরে প্রায় ৫০ হাজার মানুষের জীবনের ওপর প্রভাব পড়েছে। 
এব্যাপারে পার্থবাবুর আইনজীবী মুকুল রোহতগি বলেন, পার্থবাবুর বাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি। যাঁর বাড়ি থেকে টাকা মিলেছে, সেই অর্পিতা মুখোপাধ্যায় ট্রায়াল কোর্টে জামিন পেয়েছেন। রোহতগি আরও বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মন্ত্রীর সরাসরি কোনও ভূমিকাই নেই। নিয়োগে অভিযুক্ত হয়েও পর্ষদ সভাপতি জামিন পেয়েছেন। অথচ স্রেফ ইডি’ই নয়। সিবিআইও পাল্টা মামলা করে জেলে আটকে রাখতে চাইছে পার্থবাবুকে। 
ইডি’র আইনজীবী পাল্টা বলেন, অর্পিতা মন্ত্রীর ঘনিষ্ঠ। অর্পিতার বাড়ি থেকে ২২ কোটি টাকা উদ্ধার হয়েছে। অর্পিতা বলেছেন, এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। সওয়াল-জবাবের শেষে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। 
এদিকে, এদিনই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন পার্থ চট্টোপাধ্যায় সহ জামিন খারিজ হওয়া অভিযুক্তদের আইনজীবীরা। দুই বিচারপতির মতানৈক্যের জেরে এখন এই মামলার নিষ্পত্তি করবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এদিন তাঁর বেঞ্চেই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন পার্থদের আইনজীবীরা। দ্রুত শুনানির আবেদন জানান হয়। বিচারপতি তাদের সিবিআই আইনজীবীর সঙ্গে কথা বলে দিন স্থির করার পরামর্শ দিয়েছেন। চলতি সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ বাকিদের জামিন মামলার শুনানির সম্ভাবনা।
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা