রাজ্য

সুকান্তকে সরালে ধাক্কা খেতে পারে ভোট প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় সদ্য ছ’টি বিধানসভা আসনের উপ নির্বাচনে গো-হারা হেরেছে বিজেপি। আর দেড় বছরের মাথায় বিধানসভার ভোট। অথচ রাজ্যে দলের সাংগঠনিক দশা যে একেবারেই বেহাল, সেই ছবি বারবার উঠে আসছে ভোটযুদ্ধ বা অভ্যন্তরীণ মূল্যায়নে। এই পরিস্থিতিতে আচমকাই ধোঁয়াশা তৈরি হয়েছে বঙ্গ বিজেপির সভাপতি পরিবর্তন নিয়ে। 
বিজেপিতে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি। সেই ‘প্রথা’ মেনে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে পদ ছেড়ে দিতে হবে। কারণ তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রীও। ডিসেম্বরের মাঝামাঝি অথবা জানুয়ারির গোড়ায় বিজেপির সাংগঠনিক নির্বাচন হতে পারে বলে শোনা যাচ্ছে। এমন আবহেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে দলের বঙ্গ ব্রিগেড নিয়ে একটি গোপন রিপোর্ট জমা পড়েছে বলে সূত্রের খবর। সেই রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে। এমন সময়ে বঙ্গে রাজ্য সভাপতি পদে পরিবর্তন ঘটালে টালমাটাল হতে পারে প্রস্তুতি। কারণ নতুন রাজ্য সভাপতি তাঁর মতো করে টিম তৈরি করবেন। ঘর গোছাতে সময় দিতে হবে নয়া টিমকে। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বিধানসভা ভোটের ফলে। রিপোর্টে আরও বলা হয়েছে, বিজেপিতে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি থাকলেও বাংলার পরিস্থিতি ভিন্ন। সেকথা মাথায় রেখে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া উচিত কেন্দ্রীয় নেতৃত্বের। প্রয়োজনে পুরনো টিমই কাজ করুক বঙ্গে। তাতে চেনা প্রস্তুতিতেই আরও ঘষামাজা করা সম্ভব হবে। এই বিষয়ে পদ্ম পার্টির তরফে কোনও মন্তব্য করা না হলেও নামপ্রকাশে অনিচ্ছুক এক সাংসদের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘রাজ্য সভাপতি পরিবর্তিত হবেন না, এমন সিদ্ধান্ত হয়নি ঠিকই। তবে পরিবর্তন হচ্ছেই, এমন সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত হয়নি।’
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা