রাজ্য

তবলা শিক্ষককে খুন করে শিরডিতে সিরিয়াল কিলার, পুজো দেওয়ার পর খোঁজ নতুন টার্গেটের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত দেড়টা। কাটিহার এক্সপ্রেসের গতি তখন সামান্য বেড়েছে। নিভে গিয়েছে অধিকাংশ কামরার আলো। গভীর ঘুমে  বালির সেই তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়। এক যাত্রী উঠল। শুরু হল সৌমিত্রবাবুর উপর ছুরির এলোপাথাড়ি কোপ। তারপর টাকা-পয়সা, মোবাইল হাতিয়ে ‘বডি’ ঢেকে দিল চাদরে। কাজ শেষ। চলে গেল সে দরজার কাছে। বাংলা-ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া স্টেশনে ট্রেন ঢুকতেই  আর পাঁচটা যাত্রীর মতো নেমে গেল ঘাতক। সিরিয়াল কিলার রাহুল জাঠ ওরফে ভোলু। দেখে বোঝার উপায় নেই, হাড়হিম ঘটনা ঘটিয়েছে সে। গোবেচারা মুখ। অত্যন্ত স্বাভাবিক আচরণ। আর খুঁড়িয়ে হেঁটে করুণা অর্জনের অক্লান্ত চেষ্টা। স্টেশনেই মুখ-হাত ঢুয়ে ফেলেছিল সে। চা খেয়ে এবার অপেক্ষা উল্টোদিক থেকে আসা ট্রেনের। একটি মেমু ঢুকতেই তাতে উঠে পড়ল রাহুল। এরপর কখনও মেমু, আবার কখনও এক্সপ্রেস। একের পর এক ট্রেন বদলে রাহুল পৌঁছল মহারাষ্ট্রের শিরডিতে। সাঁইবাবাকে পুজো দিতে। 
জেরায় খুলছে একের পর এক জট। আসছে নতুন নতুন কাহিনি। আর তাজ্জব হয়ে যাচ্ছেন গুজরাতের তদন্তকারী অফিসাররা। এ কেমন সাইকো কিলার? আর তাই পুলিসের মুখে পড়েও ভাঙছে না কিছুতেই। ভালসাদ জেলা পুলিসের শীর্ষ কর্তার কথায়, ‘প্রথম থেকেই ভাবলেশহীন। এমন, যেন কিছুই করেনি! নিজে থেকে প্রথমে কিছু স্বীকার করেনি। তথ্য-প্রমাণ তুলে চেপে ধরার পর থমকেছে। ধীরে ধীরে বেরচ্ছে স্বীকারোক্তি। জেরায় ও নিজেই জানিয়েছে, খুনের পর টাকাপয়সা লুটই ছিল ওর টার্গেট। ওই টাকায় খাওয়া খরচ চলত। আর দিনরাতের গুজরান তো ট্রেনের প্রতিবন্ধী কামরাতেই। ওই অক্ষমতারই সুযোগ নিয়েছে রাহুল। বারবার।’
বুধবার তাকে দিয়ে উদয়ওয়াড়ার ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে পুলিস। তোলা হয়েছে একের পর এক ট্রেনেও। তাতে ধোঁয়াশা আরও কেটেছে। কিন্তু কাটিহার এক্সপ্রেসে তবলা শিক্ষককে খুনের পর শিরডি কেন? তদন্তকারীদের কাছে পুরো প্ল্যানই জানিয়েছে রাহুল। বারবার ট্রেন বদল, আর বিভিন্ন রুটের লোকাল বা এক্সপ্রেসে ওঠার কারণ ছিল পুলিসকে বিভ্রান্ত করা। তাই একটি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ঢোকার আগে সে মোবাইল বন্ধ করে দিত। ফলে একটা নির্দিষ্ট সময়ের পর তার গতিবিধি ট্র্যাকে থাকত না। পাঁচ-ছয় ঘণ্টা গ্যাপ দিয়ে মোবাইল অন করত। আবার কিছুক্ষণ পর বন্ধ। তদন্তকারীদের কাছে রাহুল জানিয়েছে, ট্রেনেই সে তবলা শিক্ষকের মোবাইলের সিম খুলে ফেলে। ভরে নেয় নিজের সিম। তারপর ইনস্টাগ্রামে রিল দেখে। লুট করা অন্য দু’টি মোবাইলও সে ব্যবহার করছিল। হ্যান্ডস-ফ্রি ব্যবহার করে চলছিল গান শোনা। ‘ব্যাটারি লো’ দেখালে কাছে থাকা চার্জার দিয়ে ট্রেনেই চার্জ করে নিত মোবাইল। এইভাবে পুলিসকে বোকা বানিয়ে সে শিরডি চলে যায়। অপরাধের ক্ষমা চাইতে হবে তো! তাই সাঁইবাবার কাছে ক্ষমাপ্রার্থনা করে আবার বেরিয়ে পড়ে সে। সামান্য কিছু কেনাকাটা করে। লুটের মোবাইলের সফ্টওয়্যার বদলের জন্য দোকান খুঁজছিল। সে জানত, এই কাজটি একবার সেরে ফেলতে পারলে আইএমইআই নম্বর বদলে যাবে। সেও চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সেটা পেরে ওঠেনি। এদিকে মন আনচান করতে শুরু করেছে। নতুন শিকার চাই। আর অপেক্ষা করা যাবে না। ট্রেন থেকে বান্দ্রায় নেমে পড়ে সে। সেখান থেকে গুজরাতের ভুজের ট্রেন ধরে। নামে উদয়ওয়াড়ায়। সেখানেই রেলের ট্র্যাকে ধর্ষণ-খুন করে ছাত্রীকে। তখন পরনে ছিল সেই লাল শার্ট। তার ‘গ্রেপ্তারি পরোয়ানা’।
6h 6m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা