খেলা

মেসির পথেই ছেলে থিয়াগো

রোজারিও: গোলপোস্টের ঠিক পিছনেই ঝুলছে লায়োনেল মেসির বড় ব্যানার। বিশ্বকাপে চুমু খাচ্ছেন আর্জেন্তাইন মহাতারকা। তার ঠিক সামনেই বল পায়ে মাঠ কাঁপাচ্ছে মেসির ছেলে থিয়াগো। নিউওয়েলস ওল্ড বয়েজের অ্যাকাডেমির মাঠে তোলা এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। নেটিজেনরা বলাবলি করছেন, ‘বাবার দেখানো পথেই হাঁটছে ছেলে।’ আসলে মেসির ছোটবেলার ক্লাবের মাঠে ইন্তার মায়ামির হয়ে  নিউওয়েলস কাপে অংশ নিয়েছিল ১২ বছর বয়সি থিয়াগো। আটবারের ব্যালন ডি’ওর জয়ী অবশ্য উপস্থিত ছিলেন না। তবে তাঁর বাবা-মা ও স্ত্রী গ্যালারি থেকে থিয়াগোকে উজ্জীবিত করেছেন।
রোজারিও শহরের নিউ ওল্ড বয়েজ ক্লাবেই ফুটবলে হাতেখড়ি লিও মেসির। মাত্র ৬ বছর বয়সে এই ক্লাবের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপর ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেন। এই পর্বে মেসির সৌজন্যে নিউওয়েলসের বয়সভিত্তিক দল নাকি কোনও ম্যাচই হারেনি। তাঁদের নাম দেওয়া হয়েছিল ‘দ্য মেশিন অব ৮৭’। মেসিও জুনিয়র দলের হয়ে অনেক গোল করেছিলেন। বলাই বাহুল্য, নিউওয়েলসের অ্যাকডেমিতে আর্জেন্তাইন মহাতারকার বহু স্মৃতি জড়িয়ে। ক্লাবের চারদিকে সাজানো মেসির বড় বড় পোস্টার, ব্যানারে। বাবার ছোটবেলার ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে আপ্লুত থিয়াগো। পাশাপাশি উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিনও এই ম্যাচে ইন্তার মায়ামির হয়ে খেলেছে। তবে নিউওয়েলসের কাছে তাদের দল ০-১ ব্যবধানে হেরে যায়।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা