খেলা

ফের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যশপ্রীত বুমরাহ

দুবাই: পারথ টেস্টে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন যশপ্রীত বুমরাহ। আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ফের শীর্ষে উঠে এলেন তিনি। ৭২ রানে আট উইকেট নিয়ে অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার পরাজয়ে বড় ভূমিকা নেওয়া বুমবুমের সংগ্রহে এখন ৮৮৩ পয়েন্ট। তিনি টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা (৮৭২ পয়েন্ট) ও অস্ট্রেলিয়ার জস হ্যাজলউডকে (৮৬০ পয়েন্ট)। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি’র টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন বুমরাহ। অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পরও অল্প সময়ের জন্য এক নম্বরে উঠে আসেন তিনি। পারথ টেস্টের আগে র‌্যাঙ্কিংয়ে বুমরাহর ঠিকানা ছিল তিন নম্বরে। 
শুধু বল হাতেই নয়, রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতা হিসেবেও এই টেস্টে নজর কাড়েন তিনি। বুমরাহর প্রশংসায় উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ‘ও দায়িত্ব উপভোগ করে। ক্রিকেটার হিসেবে প্রচণ্ড লড়াকু। মারাত্মক উচ্চাশাও রয়েছে। নিজের উপর অটুট আস্থা বুমরাহর শক্তি। বিশ্বাস করে, ও যে কোনও পরিস্থিতিতে উইকেট পেতে সক্ষম।’ কিংবদন্তি ওয়াসিম আক্রামের মতে, ‘যখনই কোনও জুটি গড়ে উঠেছে, বুমরাহ নিজেকে আক্রমণে এনেছে। পারথ টেস্টে তৃতীয় দিনের শেষের দিকে ওই দুই উইকেট নেয়। সেই ধাক্কাতেই অস্ট্রেলিয়া কার্যত দুমড়ে-মুচড়ে যায়। টেস্টের চতুর্থ দিনেও ট্রাভিস হেডের মূল্যবান উইকেট নেয় ও। সেই সময় একটা জুটি গড়ে উঠছিল। বুমরাহই তা ভাঙে।’  
টেস্ট র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে আছেন আরও দুই ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন (চতুর্থ) ও রবীন্দ্র জাদেজা (সপ্তম)। তাঁরা যদিও পারথ টেস্টে খেলেননি। তা সত্ত্বেও র‌্যাঙ্কিংয়ে উপরের দিকেই রয়েছেন দু’জনে। এদিকে তিন ধাপ উঠে নতুন বলে বুমরাহর সঙ্গী পেসার মহম্মদ সিরাজ এখন ২৫ নম্বরে রয়েছেন।
ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল আবার উঠে এসেছেন কেরিয়ারের সেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ইংল্যান্ডের জো রুটের (৯০৩ পয়েন্ট) পরই দু’নম্বরে (৮২৫ পয়েন্ট) তিনি। টেস্টে ৩০তম শতরানের পর বিরাট কোহলি ন’ধাপ উঠে এখন ১৩ নম্বরে। টেস্টে অলরাউন্ডারের তালিকায় প্রথম দুটো স্থান ধরে রেখেছেন জাদেজা ও অশ্বিন। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা