খেলা

ঘরোয়া লিগ আর কবে শেষ হবে?

অলোক মুখার্জি, কলকাতা: কলকাতা ফুটবলের মক্কা। আর ঘরোয়া লিগ বাংলা ফুটবলের ভিত্তি। টইটম্বুর আবেগ, জলকাদার ফুটবল, উপচে পড়া গ্যালারি, বড় দল পয়েন্ট হারালে অশান্তি— মনে ভিড় করে আসে একরাশ নস্টালজিয়া। অথচ চলতি মরশুমে ঘরোয়া লিগের ভাগ্য বিশ বাঁও জলে। কবে শেষ হবে জানেন না কেউই। বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ। আমার ধারণা, সুতারকিন স্ট্রিটের কর্তাদের কাছেও উত্তর অজানা। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। বিদেশিহীন লিগ স্থানীয় ফুটবলারদের প্রমাণের মঞ্চ। বড় টিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভবানীপুর, পিয়ারলেসের মতো দল। তবে সময় গড়ানোর সঙ্গেই গোত্তা খাওয়া ঘুড়ির মতো মুখ থুবড়ে পড়েছে ফুটবল। 
কেন এমন হল? শুনেছিলাম, সুপার সিক্সে ইস্ট বেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং ম্যাচের পর যাবতীয় সমস্যার সূত্রপাত। ‘সন অব দ্য সয়েল’ খেলানোর নিয়ম মানেনি সাদা-কালো ব্রিগেড। ফলে ম্যাচ ড্র হলেও পরবর্তীতে পুরো পয়েন্ট পায় ইস্ট বেঙ্গল। গতবার আইএসএলে মুম্বই বনাম জামদেশরপুর ম্যাচেও এমনই ঘটনা ঘটে। সেক্ষেত্রেও পয়েন্ট পায় মুম্বই। ঘরোয়া লিগে মুখ ফেরানো যাক। আইএফএ’র শৃঙ্খলারক্ষা কমিটির সভায় আগের সিদ্ধান্ত বদলে যায়। স্পোর্টিং স্পিরিট দেখিয়ে পুরো পয়েন্ট নিতে অস্বীকার করে ইস্ট বেঙ্গল। এমন উদাহরণও নজিরবিহীন। এরপরেও লিগ বন্ধ কেন? চ্যাম্পিয়নশিপের দৌড়ে ইস্ট বেঙ্গলের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছে ডায়মন্ডহারবার এফসি। পয়েন্ট টেবিলে মাত্র দু’পয়েন্টে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড। অর্থাৎ ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ডহারবার ম্যাচের উপর লিগের ভাগ্য নির্ভর করবে। অথচ গুরুত্বপূর্ণ সেই ম্যাচ ক্রমাগত পিছিয়ে চলেছে। ব্যক্তিগত মত, এসব ক্ষেত্রে কড়া হাতে শৃঙ্খলাবোধ ফেরানো জরুরি। ‘খেলব না’, ‘অমুকের পদত্যাগ চাই’— এমন হুঙ্কারের দাপটে ফুটবলই ব্রাত্য। আইএফএ’র শীর্ষ কর্তারা মাঠের মানুষ। দীর্ঘদিন ধরে ক্লাব চালান। নিজেদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা দ্রুত মেটানোর অনুরোধ জানাই। পাশাপাশি কড়া হাতে প্রশাসন চালানো হোক, যাতে রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন না হয়। লিগের পুরনো জৌলুস ফিরুক, প্রাক্তন ফুটবলার হিসেবে এটাই চাই।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা