কলকাতা

আইপিএলের ধাঁচে ক্রিকেটার নিলাম গোয়াবাগানে, প্লাস্টিক বল টুর্নামেন্টে খেলোয়ারের সর্বোচ্চ দর উঠল ১৫০০ টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাত তুললেই এক লাফে দাম চড়ছে ২০ থেকে ২৫ লক্ষ। কোটির নীচে যেন কেউ কথাই বলেন না সেখানে। দেখে শুনে চোখ ছানাবড়া নিম্নবিত্ত-মধ্যবিত্তের। সবাই ভাবে, ‘ক্রিকেটটা শিখলেই ভালো হতো।’ আবার কেউ বলেন, ‘এঁকে এত টাকা দিয়ে নেওয়ার কোনও মানে হয়!’ সবমিলিয়ে আইপিএলের নিলাম ভারতের অন্যতম বিনোদন অনুষ্ঠান হয়ে উঠেছে। তবে বাঙালি শুধু বিনোদন দেখেই ক্ষান্ত হয় না। তারা বিকল্প খুঁজেই নেয়। যেমন কলকাতায় গোয়াবাগান দিন কয়েক আগেই আইপিএলের বিকল্প খুঁজে নিয়েছে। সেখানেও হল ‘ক্রিকেটার নিলাম’। এ ক্রিকেট ডিউজ বলে খেলা হবে না। প্লাস্টিক বলে খেলা হবে। ক্রিকেটারদের বেস প্রাইস ১০০ টাকা। মালিকরা হাত তুললে দাম চড়ে আইপিএলের মতো। এখানে একবার হাত তুললে ২৫ টাকা দাম বাড়ে। এভাবে গোয়াবাগানের ঋষভ পন্থের দর উঠেছে দেড় হাজার।
গোয়াবাগানে চোখ ধাঁধানো আলোর মাঝে একখানা মঞ্চ। পিছনে জায়ান্ট স্ক্রিন। সেখানে ফুটে উঠছে খেলোয়াড়দের ছবি, নাম, ঠিকানা। তার সঙ্গে লেখা, তিনি বোলার, ব্যাটার না অলরাউন্ডার। মঞ্চের সামনে অনেকগুলি গোল টেবিলে বসে টিমের মালিকরা। খেলোয়ারদের নাম ঘোষণা হতেই টেবিল থেকে ছোট ব্যাট তুলে ইঙ্গিত করছেন মালিকরা। আর দাম বেড়ে যাচ্ছে খেলোয়াড়দের। টুর্নামেন্ট শুরু ৯ ডিসেম্বর থেকে। তার আগে হল নিলাম। আয়োজক ‘গোয়াবাগান ঐকতান’। ক্লাবের সম্পাদক শিবা পণ্ডিত বলেন, ‘হাওড়া, মোমিনপুর, জামশেদপুর সহ সারা রাজ্য থেকে খেলোয়াররা যোগ দিয়েছিলেন। ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি ছিল।’ ১৬টি টিমের মালিক ছিলেন এখানে। প্রশ্ন, ‘খেলোয়াড়দের দর ঠিক হল কীভাবে?’ শিবা বলেন, ‘বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া লোকজনরাই এখানে টিমের মালিক হয়েছেন। সে কারণে, এখানে আসা সব খেলোয়াড়দের তাঁরা চেনেন। তাই কার কত দাম উঠতে পারে, সেটা ঠিক করতে কোনও সমস্যা হয়নি। এছাড়াও এমন অনেক খেলোয়াড় আছেন, যাঁরা আগে টুর্নামেন্ট খেলতেন। এখন আর খেলেন না। তাঁদেরও নিয়ে আসা হয়েছিল।’ ১২৮ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন নিলামে। সকলের সুযোগ হয়নি। আইপিএলের মতো এখানেও অনেকে ‘আনসোল্ড’ থেকে গিয়েছেন। কিন্তু উত্সাহ দেওয়ার জন্য নিলামের পর সকলকেই নিয়ে নেওয়া হয়।     
গত দু’বছর ধরে এই ওয়ার্ডের লোকজনকে নিয়েই এই টুর্নামেন্ট হতো। ‘এখনকার দিনে পাড়ার বাচ্চাদেরও দেখি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। আমাদের উদ্দেশ্য ছিল, সেখান থেকে বের করে এনে খেলার মাঠে নিয়ে আসা। একটি বাচ্চা যাতে খেলোর মাধ্যমে আগামী দিনে ওই দেড় হাজারে পৌঁছতে চেষ্টা করে, এটাই চাই আমরা’-বলেন শিবা। অনেকে মনে করছেন, শীতকালে পাড়ার টুর্নামেন্টে আইপিএলের ধাঁচে অভিনবত্ব হাজির করে গোয়াবাগান বাংলাকে পথ দেখাচ্ছে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা