কলকাতা

কোথায় হবে মুড়িগঙ্গা নদীর সেতু, ম্যাপ হাতে নিয়ে এলাকা পরিদর্শনে পূর্তসচিব

সংবাদদাতা, কাকদ্বীপ: মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের আগে এলাকা পরিদর্শন করলেন পূর্তদপ্তরের সচিব অন্তরা আচার্য। সঙ্গে ছিলেন দপ্তরের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা। মঙ্গলবার তিনি কাকদ্বীপের লট নম্বর আট এলাকায় আসেন। এই এলাকার কোথা থেকে সেতুর অ্যাপ্রোচ রোডটি তৈরি করা যেতে পারে, তা তিনি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে জানতে চান। এরপরই ম্যাপ হাতে নিয়ে তিনি এলাকা পরিদর্শন করেন। পরে মুড়িগঙ্গা নদী পেরিয়ে কচুবেড়িয়াতে গিয়েও সেখানকার এলাকা পরিদর্শন করেন। এছাড়াও এদিন তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন। 
লট নম্বর আট থেকে মুড়িগঙ্গা নদীতে গাড়ি পারাপারের এলসিডি ঘাটের বর্তমান পরিস্থিতিও তিনি ঘুরে দেখেন। জানা গিয়েছে, এই ঘাট থেকে গাড়ি বার্জে ওঠার সময় সমস্যা তৈরি হয়। কারণ এলসিডি ঘাটের পূর্ব দিকের বেশ কিছুটা অংশে মাটি রয়েছে। বর্ষা হলে কিংবা নদীতে জোয়ারের জল বাড়লে ওই অংশটি কাদা হয়ে যায়। ওই অংশটিকে তিনি ঢালাই করে দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও ঘাটের নীচে ভেঙে পড়া কংক্রিটের স্ল্যাবগুলিকেও সরিয়ে দেওয়ার পরামর্শ দেন। গঙ্গাসাগরে যাওয়ার পূর্তদপ্তরের পিচের রাস্তাটিও তিনি ঘুরে দেখেন। ১১৭ নম্বর জাতীয় সড়কের দু’পাশের অস্থায়ী বাসস্ট্যান্ডগুলিও তিনি পরিদর্শন করেন। নদী পারাপারের ভেসেলের ঘাটগুলিও তিনি ঘুরে দেখেন।
পূর্তসচিব অন্তরা আচার্য বলেন, মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। ওই এলাকা ঘুরে দেখা হয়েছে। দ্রুতগতিতে, সুন্দরভাবে যাতে সেতু নির্মাণের কাজ করা যায়, প্রশাসনের এখন সেদিকেই নজর রয়েছে। এছাড়াও গঙ্গাসাগর মেলার আগে পূর্তদপ্তরের সব কাজকর্ম খতিয়ে দেখা হচ্ছে। পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে তাকিয়ে সব ব্যবস্থা করা হচ্ছে।
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা